AAGUN Lyrics (আগুন) ASUR | Jeet | Timir Biswas
AAGUN Lyrics (আগুন) ASUR | Jeet | Timir Biswas
Aagun Song is Sung by Timir Biswas From Bengali Movie Asur (অসুর). Aagun Song Music Composed by Bickram Ghosh And Lyrics Written by Sugato Guha. Asur Movie was Directed by Pavel, Starring Jeet, Abir Chatterjee And Nusrat Jahan.
Aagun Song Credits :
Movie – Asur (অসুর)
Singer – Timir Biswas
Music – Bickram Ghosh
Lyrics – Sugato Guha
Programming Arrangements – Sayan Ganguly Recording – Suman Dey Mix & Mastering – Shamik Guha Roy Studio – Bickram Ghosh Studio (Kolkata)
Starring – Jeet, Abir, Nusrat
Direction – Pavel
Assistant Music Director – Sayan Ganguly
Produced by – Jeetz Filmworks Pvt. Ltd.
Aagun Song Lyrics In Bangla – আগুন লিরিক্স (অসুর) :
একমুঠো ছাই উড়লো কোথায়?
পুড়ছে কে আজ বলে দে আমায়।
আগুন মেখে দেখ কে চলে যায়
ঝড়ের পাখিটার ঠিকানা হারায়
কেন তোর ডানা ভাঙ্গা মন উড়তে যে চায়?
তুফান আসে দেখ কোন দরিয়ায়..
পুড়ছে কে আজ বলে দে আমায়।
আগুন মেখে দেখ কে চলে যায়
ঝড়ের পাখিটার ঠিকানা হারায়
কেন তোর ডানা ভাঙ্গা মন উড়তে যে চায়?
তুফান আসে দেখ কোন দরিয়ায়..
চলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ-মন সে আজ চেনা দায়,
কোন খেলায় হেরে কখন?
স্বপ্ন আমার ভেসে ফিরে যায়
কে ডাকে আমায়?
সে আসে কি যায়?
একমুঠো ছাই উড়লো কোথায়?
পুড়ছে কে আজ বলে দে আমায়..
হাজার মনের, হাজার কথায়
আজকে আমার কি আসে যায়
যত রাগ ফেলে যাই পথের ধারে
আলোতে সাজানো আমার কবরে।
ফিরবো না আর এ কথায়,
আগুনে যাই এ চিতায়।
কে ডাকে আমায়?
একমুঠো ছাই উড়লো কোথায়?
পুড়ছে কে আজ বলে দে আমায়..
হাজার মনের, হাজার কথায়
আজকে আমার কি আসে যায়
যত রাগ ফেলে যাই পথের ধারে
আলোতে সাজানো আমার কবরে।
ফিরবো না আর এ কথায়,
আগুনে যাই এ চিতায়।
কে ডাকে আমায়?
সে আসে কি যায়?
একমুঠো ছাই উড়লো কোথায়?
পুড়ছে কে আজ বলে দে আমায়।
ভাঙছে আকাশ সব ভেসে যায়
দুহাত আমার আগুন জ্বালায়
হিসেব যত থাকপড়ে দুনিয়ার
মিশে যাই মাটিতে,
মাটির মতোই হয়ে।
রইল যে স্বপ্ন আমার।
ফিরবো না আর এ কথায়,
আগুনে যাই এ চিতায়..
আগুন মেখে দেখ কে চলে যায়,
ঝড়ের পাখিটার ঠিকানা হারায়।
কেন তোর ডানা ভাঙ্গা মন উড়তে যে চায়
তুফান আসে দেখ কোন দরিয়ায়..
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ-মন সে আজ চেনা দায়
কোন খেলায় হেরে কখন?
স্বপ্ন আমার ভেসে ফিরে যায়
কে ডাকে আমায়?
সে আসে কি যায়?
একমুঠো ছাই উড়লো কোথায়?
পুড়ছে কে আজ বলে দে আমায়।।
একমুঠো ছাই উড়লো কোথায়?
পুড়ছে কে আজ বলে দে আমায়।।