FIRIYE DAO Lyrics (ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি) MILES
FIRIYE DAO Lyrics (ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি) MILES
Firiyes Dao Lyrics by Miles from Bengali Album Prottasha.
Nisso Korecho Amay Song Credits :
Band Name – Miles
Album – Prottasha
Firiye Dao Lyrics In Bangla – ফিরিয়ে দাও লিরিক্স :
নিঃস্ব করেছ আমায়, কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার, একাকী অসহায় (x2)
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও,
হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না..
আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে কেন মুছে দিলে
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও,
হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না..
অকারণ অভিমানে তুমি চলে যেও না
মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও,
হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না..
নিঃস্ব করেছ আমায়, কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার, একাকী অসহায়..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও,
হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না..
ফিরিয়ে দাও,
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও,
হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না..(x2)