SOTTI BOLTE PARONI Lyrics (সত্যি বলতে পারোনি) | GOURAB TAPADAR
তুমি আমার চোখে তাকিয়ে
কিছু সত্যি বলতে পারোনি ,
সত্যি বলতে পারোনি
তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে
তুমি আমার বুকে হাত রেখে
কিছু মিথ্যে বলতে পারোনি ,
মিথ্যে বলতে পারোনি
তাই কিছু কথা লুকিয়েছিলে ।
সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়
মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয় ।
সত্যি কথা চেঁচিয়ে বললে ভিক্ষে মনে হয়
মিথ্যে কথা চেঁচিয়ে বললে মানুষ জড়ো হয় ।
তুমি আমার চোখে তাকিয়ে
কিছু সত্যি বলতে পারোনি ,
সত্যি বলতে পারোনি
তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে ।
বেশ তো ছিলে ভালোই
কোনো অজুহাত ছিল না,
তুমি কেঁদেদিলে বলে
তোমার বিচার হলো না।
বলতে চাইলে শুনতে চাওনা
শুনতে চাইলে বলো না
আজ আমাদের মাঝে সহস্র
বছরের ফাঁরাক।
সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়
মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয় ।
সত্যি কথা চেঁচিয়ে বললে ভিক্ষে মনে হয়
মিথ্যে কথা চেঁচিয়ে বললে মানুষ জড়ো হয় ।
ভুল আবেগের বশে
আমায় জড়িয়ে ধরেছিলে ,
কেন এই কথা আজ তুমি
স্বীকার করো না।
লুকিয়ে কেঁদে নিলেও
কেউ জানতে পারেনা ,
ভাগ্যিস চোখের জলের
কোনো গন্ধ হয় না ।
মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয়
সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয় ।
তুমি আমার চোখে তাকিয়ে
কিছু সত্যি বলতে পারোনি ,
সত্যি বলতে পারোনি
তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে
তুমি আমার বুকে হাত রেখে
কিছু মিথ্যে বলতে পারোনি ,
মিথ্যে বলতে পারোনি
তাই কিছু কথা লুকিয়েছিলে ।