PAAP Lyrics (পাপ) Charpoka | Imran Hossen Emu
Paap Song is from Bangla Band Charpoka Sung by Imran Hossen Emmu. Paap song Lyrics And Tune by Shahair Hossen Mamo And Composed by Charpoka Band. Paap Directed by Mohammad Shakib Al Islam.
Paap Song Credits :
Singer – Imran Hossen Emu
Lyric & Tune – Shahriar Hossen Mamo Composed – Charpoka Band Mix & Master – Rossen Lead guitar – Muhammad Shourov & Rahmat Ali Bass guitar – Yeasin Arafat Riday Drum – Sd Sonjoy Flute – Shadhin
Paap Lyrics In Bangla :
আমি ভালো নাই রে মন
আমি ভালো নাই,
নিজের দোষে পাপি আমি
করার কিছু নাই। (x2)
পরের চোখে আকা স্বপ্ন
নিজের মতো করে,
হেরে গিয়েও বারে বারে
হাসি হাসি মুখে। (x2)
এখন সময় আলাদা ভীষণ
নিজের মাঝে নাই,
চাইলেই কি মনটারে আমি
নিজের মতো পাই।
আমি ভালো নাই রে মন
আমি ভালো নাই,
নিজের দোষে পাপী আমি
করার কিছু নাই। (x2)
স্বপ্ন ভাঙ্গা কত রাত,
কাটে আহারে..
হিসেবে তো রাখিনি আমি,
মনের ডাইরিতে,
নিজের বলতে মনটা ছিল
বড়ো আজব সে,
পরের কথা শুনে শুনে,
কাঁদে আড়ালে। (x2)
এখন সময আলাদা ভীষণ
নিজের মাঝে নাই,
চাইলেই কি মনটারে আমি
নিজের মতো পাই, হো…
আমি ভালো নাই রে মন
আমি ভালো নাই,
নিজের দোষে পাপি আমি
করার কিছু নাই। (x2)
Paap Lyrics In Bengali :