PREME PORA BARON Lyrics (প্রেমে পরা বারন) | Sweater | Lagnajita Chakraborty
Preme Pora Baron Song is from Bengali Movie Sweater Directed by Shiladitya Moulik. Starring Imtiaj Haque, June Malia, Sreelekha Mitra. Preme Pora Baron Song is Sung by
Lagnajita Chakraborty And Music Composed by Ranajoy Bhattacharjee. Preme Pora
Baron Song Lyrics Written by Ranajoy Chakraborty.
Preme Pora Baron Song Credits :
Singer – Lagnajita Chakraborty
Lyrics – Ranajoy Bhattacharjee
Music – Ranajoy Bhattacharjee
Movie – Sweater
Director – Shiladitya Moulik
Producer – Prateek Chakravorty, Soumya Sarkar, Animesh Ganguly
Label – PSS Entertainments
Preme Pora Baron Lyrics In Bangla :
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ,
প্রেমে পড়া বারণ।
তোমায় যত গল্প বলার ছিলো,
তোমায় যত গল্প বলার ছিলো,
সব পাঁপড়ি হয়ে গাছের পাশে,
ছড়িয়ে রয়ে ছিলো।
দাওনি তুমি আমায় সে সব,
কুড়িয়ে নেওয়ার কোনো কারন।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
ওই ময় চোখে চোখ রাখলেও,
ফিরে তাকানো বারণ।
প্রেমে পড়া বারণ।
শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি..
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ,
প্রেমে পড়া বারণ।
তোমায় যত গল্প বলার ছিলো,
তোমায় যত গল্প বলার ছিলো,
সব পাঁপড়ি হয়ে গাছের পাশে,
ছড়িয়ে রয়ে ছিলো।
দাওনি তুমি আমায় সে সব,
কুড়িয়ে নেওয়ার কোনো কারন।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
ওই ময় চোখে চোখ রাখলেও,
ফিরে তাকানো বারণ।
প্রেমে পড়া বারণ।
শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি..
শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি,
তাই মুখ লুকিয়ে, ঠোঁট ফুলিয়ে
বসন্তের এই স্মৃতিচারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায়,
মনে করা বারণ।
প্রেমে পড়া বারণ।
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি,
তাই মুখ লুকিয়ে, ঠোঁট ফুলিয়ে
বসন্তের এই স্মৃতিচারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায়,
মনে করা বারণ।
প্রেমে পড়া বারণ।
Preme Pora Baron Lyrics In Bengali :
Preme pora baron, Karone okaron
Angule angul rakhleo, Haat dhora baron,
Preme pora baron, Karone okaron
Angule angul rakhleo, Haat dhora baron
Preme pora baron..
Tomay joto golpo bolar chilo,
Tomay joto golpo bolar chilo
Sob papri hoye gacher pase
Choriye roye chilo
Daoni tumi amay sesob,
Kuriye neoar kono karon..
Preme pora baron
Karone okaron
Oi maya chokhe chokh rakhleo,
Fire takano baron
Preme pora baron..
Sunne vasi ratri ekhono guni
Tomar amar nouka baoar
Sobdo ekhono suni
Sunne vasi ratri ekhono guni
Tomar amar nouka baoar
Sobdo ekhono suni,
Tai mukh lukiye thot fuliye
Bosonter ei sriti charon..
Preme pora baron, Karone okaron
Mone porleo ajke tomay, Mone kora baron
Preme pora baron..