Amar Mone Jare Chay Se To Bojhena Lyrics (আমার মন যারে চায়) Samz Vai | Eagle Music
Amar Mone Jare Chay Se To Bojhena Lyrics by Samz Vai drom Eagle Music. Amar Mon Jare Chai Song Lyrics and Tune by Samz Vai and Music is given by Ankur Mahamud. This Song also called Ashi Bole Gelo Bondhu Aailo Na Song is Sung by Samz Vai. Amar Mone Jare Chay Se To Bojhena Song is Directed by Eagle Team Starring Zaher Alvi & Ontora.
Song Credits :
Singer – Samz Vai
Lyrics & Tune – Samz Vai
Music – Ankur Mahmud
Starring – Zaher Alvi & Ontora
Dop – Rajon Romm
Story – Eagle Team
Directed by – Eagle Team
Label – Eagle Music
Amar Mone Jare Chay Se To Bojhena Lyrics In Bengali :
আমার মনে যারে চায় সেতো
আমায় বুঝে না..
আমারে ছাড়িয়া কার প্রেমে হইলো
দিওয়ানা গো..
আমারে ছাড়িয়া কার প্রেমেতে হইলো দিওয়ানা..
ওরে মন, মন রে, বুঝিসনা কেন হায়
সেতো আর আসিবেনা ফিরে,
সেতো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে..
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না।
বন্ধুর প্রেমে মাতোয়ারা
হইয়া এখন দিশেহারা,
সবই হইলো কুলবন হারা
যাবো গো কোথায়?
আমার মনের এক কিনারায়
কে গো দুঃখের বাঁশি বাঁজায়
সব আছে মোর তুমি ছাড়া
বাঁচা বড়ো দায়।
দুঃখের সাথি কেউ হইলো না
সুখের মায়ায় পড়ে,
আমি একাই দুঃখের ভাগি
রইলাম একা ঘরে।
ওরে মন, ও মন রে, বুঝিসনা কেন হায়
সে তো আর আসিবেনা ফিরে,
সে তো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে।
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না..
আমায় বুঝে না..
আমারে ছাড়িয়া কার প্রেমে হইলো
দিওয়ানা গো..
আমারে ছাড়িয়া কার প্রেমেতে হইলো দিওয়ানা..
ওরে মন, মন রে, বুঝিসনা কেন হায়
সেতো আর আসিবেনা ফিরে,
সেতো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে..
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না।
বন্ধুর প্রেমে মাতোয়ারা
হইয়া এখন দিশেহারা,
সবই হইলো কুলবন হারা
যাবো গো কোথায়?
আমার মনের এক কিনারায়
কে গো দুঃখের বাঁশি বাঁজায়
সব আছে মোর তুমি ছাড়া
বাঁচা বড়ো দায়।
দুঃখের সাথি কেউ হইলো না
সুখের মায়ায় পড়ে,
আমি একাই দুঃখের ভাগি
রইলাম একা ঘরে।
ওরে মন, ও মন রে, বুঝিসনা কেন হায়
সে তো আর আসিবেনা ফিরে,
সে তো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে।
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না..
আসি বলে গেলো বন্ধু আইলো না…