KE TUMI SUNDOR KONNA Lyrics (সুন্দর কন্যা) Shafi Mandal | Kathbirali
Sundor Konna Lyrics by Shafi Mandal from Bengali Movie Kathbirali Directed by Niamul Mukta. Ke Tumi Sundor Konna Song Lyrics are written by Selim Al-Din and Music is given by Emon Chowdhury. Sundor Konna Song is Sung by Shafi Mandal.
Sundor Konna Song Credits :
Singer – Shafi Mandal
Lyrics – Selim Al-Din
Music – Emon Chowdhury
Tune – Yusuf Hasan Arko
Movie – Kathbirali
Director – Niamul Mukta
Label – Jaaz Multimedia
Director – Niamul Mukta
Label – Jaaz Multimedia
Sundor Konna Lyrics In Bengali :
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নাই ক্যান কথা?
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নাই ক্যান কথা?
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নাই ক্যান কথা?
বাতাসে কাঁপিছে কন্যা
তোমার পটের বসন খানি,
দূরের পানে চাইয়া লো কন্যা
কেনে দুইচোখে ঝরে পানি?
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নাই ক্যান কথা?
কে বা তোমার পিতামাতা লো কন্যা?
তোমার কোথায় বাড়ি-ঘর?
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নাই ক্যান কথা?
বাতাসে কাঁপিছে কন্যা
তোমার পটের বসন খানি,
দূরের পানে চাইয়া লো কন্যা
কেনে দুইচোখে ঝরে পানি?
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নাই ক্যান কথা?
কে বা তোমার পিতামাতা লো কন্যা?
তোমার কোথায় বাড়ি-ঘর?
কে বা তোমার পিতামাতা লো কন্যা?
তোমার কোথায় বাড়ি-ঘর?
তোমার কোথায় বাড়ি-ঘর?
ক্যান বা দেখি বনে বনে,
কন্যা দাও মোরে উত্তর?
তহিনানে বাতাসে
কন্যা দাও মোরে উত্তর?
তহিনানে বাতাসে
উড়ায়ে গেলো কন্যা
তোমার রঙ্গেরও বসন খানি
তোমার রঙ্গেরও বসন খানি
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নাই ক্যান কথা?
বাতাসে কাঁপিছে কন্যা
তোমার পটের বসন খানি,
দূরের পানে চাইয়া লো কন্যা
কেনে দুইচোখে ঝরে পানি?
তোমার পটের বসন খানি,
দূরের পানে চাইয়া লো কন্যা
কেনে দুইচোখে ঝরে পানি?
নয়া গাঙের পারে গো বৃক্ষ
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নাই ক্যান কথা?
বৃক্ষের চিরল চিরল পাতা,
কে তুমি সুন্দর কন্যা, তোমার
মুখে নাই ক্যান কথা?