Bokhate Lyrics (বখাটে) Ankur Mahamud | Charpoka Band
Bokhate Boliya Meye Gelo Amay Charia Song is Sung by Imran Hossen Emu From Charpoka Band. Bokhate Song Lyrics are Written by Rafej Hossain Habibullah And Music is given by Ankur Mahamud. Bokhate Bengali Song Tune by Rafej Hossain Habibullah & Ankur Mahamud. Bokhate Song was DIrected by Eagle Team Featuring Afjal Sujon & Fariya Binta Wadud.
Song Credits :
Song – Bokhate
Singer – Imran Hossen Emu
Lyrics – Rafej Hossain Habibullah
Music – Ankur Mahamud
Tune – Rafej Hossain Habibullah & Ankur Mahamud
Guitar – Shihab Rayhan
Band – Charpoka (ছারপোকা)
Starring – Afjal Sujon & Fariya Binta Wadud
Bokhate Song Lyrics In Bengali Ankur Mahamud :
আঁচল দিয়া ঢাইকা রাইখো
দেখবো নাতো মুখ তোমার
জল ভরা চোখে কান্না
আজও হাসে চোখে আমার
আঁচল দিয়া ঢাইকা রাইখো
দেখবো নাতো মুখ তোমার
জল পড়া চোখে কান্না
আজও হাসে চোখে আমার ।।
শূন্য আকাশে ওরে তোমার কালো চুল
ঠিক তখনই বলেছিলে ভালোবাসি তোমায়
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
জাওয়না আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া ।
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
জাওয়না আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া ।
কত স্বপ্ন সাজিয়েছি ছোট্ট মনের ঘরে
সব কিছু আজ ভেঙে গেলো কাল বৈশাখী ঝড়ে..
কত স্বপ্ন সাজিয়েছি ছোট্ট মনের ঘরে
সব কিছু আজ ভেঙে গেলো কাল বৈশাখী ঝড়ে..
কালো কাজল চোখে আকাশ দেখবো বলে আবার
আজও পথ ছেয়ে বসে আছি তোমার প্রতীক্ষায়
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
জাওয়না আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া
রাঙা ঠোঁটে বলে পাগল
জাওয়না আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া
দূর থেকে ভালোবেসে যাবো বলবনা কখনও আর
ঘুমের ঘোরে তোমার ছবী ভেসে ওঠে বারবার
দূর থেকে ভালোবেসে যাবো বলবনা কখনও আর
ঘুমের ঘোরে তোমার ছবী ভেসে ওঠে বারবার
লাল নীল শাড়ি পরে জ্বলে ওঠো বারান্দায়
দেখ চেয়ে আমি দাড়িয়ে ভালো বাসি তোমায়
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
জাওয়না আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া
রাঙা ঠোঁটে বলে পাগল
জাওয়না আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া
আঁচল দিয়া ঢাইকা রাইখো
দেখবো নাতো মুখ তোমার
জল ভরা চোখে কান্না
আজও হাসে চোখে আমার ।।