Khola Chad Lyrics (খোলা ছাদ) | Aseer Arman | No More Words | BongoBD
Khola Chad Lyrics
Khola Chad Original sound track was from the web series “No More Words” featuring Arosh Khan, Arjeeta Dutta and Nisha Chowdhury. Khola Chad song is sung by Aseer Arman lyrics also written by him.
Song Credits :
- Song : Khola Chad
- Singer : Aseer Arman
- Lyrics : Aseer Arman
- Tune : Aseer Arman
- Music Composer : Aseer Arman
- Web Series : No More Words
- Director by : J A Shishir
- Produced by : BongoBD
Khola Chad Song Lyrics In Bengali
তুমি বলতেই ছিলে খোলা ছাদ
আমি বলতেই তোমার আরাম রাত
আমার শুধুই ছিলো বোবা কলম
তোমার কপাল পুড়েই আমার কালি
স্বপ্ন পিছল খায় তোমার শ্যাওলাবিদীর্ণ ছাদে
বনভুমি পুড়ে যায় তোমার গ্রীষ্মতপ্ত রাতে
সেদিনগুলোর ছিলো আমি তুমি আমাদের মতোন কেউ
যে যার চাঁদ দেখে, ভাগেযোগে একাই
তোমার সকাল ছিলো আবীর মতোন
আমার সাঁঝে সুগন্ধায় নামতো আঁধার
পাখি ফেরে ঠোঁটে নিয়ে সুখের খড়কুটো
নদী উঠলো কেঁদে নিথর কাতর
দুকূল ভাসিয়ে দিলো, নদীভাঙনে তলায় দালান
ঋতু রঙ পাল্টাচ্ছে পাতার আগের মতোই
কার পালানো পথে কে দেখো আবার আঙুল দেখায়
যে যার চাঁদ দেখে, ভাগেযোগে একাই
স্বপ্ন পিছল খায় তোমার শ্যাওলাবিদীর্ণ ছাদে
বনভুমি পুড়ে যায় তোমার গ্রীষ্মতপ্ত রাতে
সেদিনগুলোর ছিলো আমি তুমি আমাদের মতোন কেউ
যে যার চাঁদ দেখে, ভাগেযোগে একাই।।