About Corona Virus Lyrics | Tabib Mahmud | Rana GullyBoy | Bangla Rap Song 2020
About Corona Virus Tabib Mahmud
About Corona Virus Bangla Rap song is a new motivational song about Corona Virus. This song is sung by Tabib Mahmud, Rana. The song is shared to make people aware of the virus. About Corona Virus Rap Song lyrics are written by Tabib Mahmud and music is given by LMG Beats. This song was directed by Tabib Mahmud.
Song Credits :
- Song : About Corona Virus
- Artists : Tabib, Rana, Sbhro Raha
- Lyrics : Tabib Mahmud
- Music : LMG BEATS
- DOP : Raihan Uddin
- Director : Tabib Mahmud
About Corona Virus Tabib Full Song
About Corona Virus Lyrics by Tabib Mahmud
এই রানা শোন একটি রোগ নাম ভাইরাস করোনা
এই ব্যাপারে তোর আছে কোনো ধারনা?
জানি না আমি ভাই এতকিছু বুঝি না
বুঝতে হবে নয় মরতে হবে আরে
ভাইরাস করোনা হতে পারে তোর
ভালো মত হাত ধুবি সবান দিয়ে
কী যা-তা বলছেন জবান দিয়ে
হাত ধুব কেনো? হাত ধুব কেনো?
আপনি জানেন না ভাইরাস করোনা
বৃদ্ধ লোকের হয় শিশুদের হয় না
কে বলল তোকে তুই জানলি কোথায়?
নেট থেকে দেখেছি হাজার উপায়
তারপরো হাত ধুবি হাত ধুলে খতি নাই
ভাইরাস হলে পরে কারো কোনো গতি নাই
সহমত ভাই, আপনি যা বলবেন
তাই হবে তাই। খুব পয়োজন
মাস্ক পরাটা ও আজ খুব পয়োজন
নাক, মুখ, চোখ দিয়ে ভাইরাস ঢুকে
সরাসরি হিট করে আমাদের বুকে
কিন্তু যে ভাই, ঘর নাই যার
কোথায় সাবান পাবে হাত ধুবে তার?
গুড কোশ্চেন, এই রানা শোন
যত তত থুথু ফেলবি না
অপরিস্কার কিছু ধরবি না
হাত দিয়ে চোখ নাক ডলবি না
ভাইরাস তবে তোকে ধরবে না
যদি ধরে তবে
এমন তো নয় এই রোগ হলে মারা যায়
অধিকাংশই এই রোগ হলে বেচে যায়
চিন্তা নাই
না চিন্তা আছে
এইটার মাঝে ও শিক্ষা আছে
কি শিক্ষা ভাই?
সমাজের যদি হয় ভাইরাস তবে
ধনি ও গরিব সব ভেঙে চুরে যাবে
একটি রোগের কাছে অসহায় মানুষেরা
কী করবে ভেবে ভেবে হয়ে যায় দিশেহারা
এইটাকে বলে কেউ খোদার আজাব
রেগে গিয়ে কেউ দেয় যুক্তি জবাব
কতিপয় লোক আছে আমরা মত
ঘরে বসে খায় শুধু গরুর কাবাব
আজ সমাজের হয়ে গেছে ফুসফুসে কাশি
এখবর শুনে মোরা ঘরে বসে হাসি।