Bhalobashi Tore Lyrics (ভালোবাসি তোরে) | Mahmodul Hasan Aunik
Bhalobashi Tore Lyrics
Bhalobashi Tore is a new bengali song published by G Series Music sung by Mahmodul Hasan Aunik and Prema Rahman. Ami Bhalobashi Tore Ta Likhe Janabo song lyrics are written by Noman Sajib music slaso composed by him.
Song Credits :
- Song : Bhalobashi Tore
- Singer : Mahmodul Hasan Aunik & Prema Rahman
- Lyrics : Noman Sajib
- Music : Noman Sajib
- Label : Agniveena
Bhalobashi Tore Ta Likhe Janabo Full Song
Bhalobashi Tore Lyrics In Bengali
মিছেমিছি কেন বাড়াস জ্বালা
তুই ডাকলে কাছে মন হয় উতলা ।
মিছেমিছি কেন বাড়াস জ্বালা
তুই ডাকলে কাছে মন হয় উতলা ।
আমি ভালোবাসি তোরে তা লিখে জানাবো
না শুনলে আমার কথা আমি মরে যাবো ।
আমি ভালোবাসি তোরে তা লিখে জানাবো
না শুনলে আমার কথা আমি মরে যাবো ।
আঁধার রাতে আলোয় মিশে
বসে থাকি তোরই আশাতে,
জানি যে তুই রাখিস আমায়
তোর ওই নিশ্বাসের সাথে ।
আঁধার রাতে আলোয় মিশে
বসে থাকি তোরই আশাতে,
জানি যে তুই রাখিস আমায়
তোর ওই নিশ্বাসের সাথে ।
আমি ভালোবাসি তোরে তা লিখে জানাবো
না শুনলে আমার কথা আমি মরে যাবো ।
আমি ভালোবাসি তোরে তা লিখে জানাবো
না শুনলে আমার কথা আমি মরে যাবো ।
এই বুকেতে তোকে নিয়ে
বেঁচেছি যে সুখের বাসর,
বাঁচবো দুজন দুজনাকে
শত শত জনম ভোর ।
এই বুকেতে তোকে নিয়ে
বেঁচেছি যে সুখের বাসর,
বাঁচবো দুজন দুজনাকে
শত শত জনম ভোর ।
আমি ভালোবাসি তোরে তা লিখে জানাবো
না শুনলে আমার কথা আমি মরে যাবো ।
আমি ভালোবাসি তোরে তা লিখে জানাবো
না শুনলে আমার কথা আমি মরে যাবো ।
মিছেমিছি কেন বাড়াস জ্বালা
তুই ডাকলে কাছে মন হয় উতলা ।
মিছেমিছি কেন বাড়াস জ্বালা
তুই ডাকলে কাছে মন হয় উতলা ।
আমি ভালোবাসি তোরে তা লিখে জানাবো
না শুনলে আমার কথা আমি মরে যাবো ।
আমি ভালোবাসি তোরে তা লিখে জানাবো
না শুনলে আমার কথা আমি মরে যাবো ।