Dogdoge Itihasher Ghaa Lyrics (দগদগে ইতিহাসের ঘা) | Rupam Islam
Dogdoge Itihasher Ghaa Lyrics
Dogdoge Itihasher Ghaa song is sung by Rupam Islam ❤ Dogdoge Itihasher Ghaa song lyrics are written and music is composed Rupam Islam. This song music arranged by Shibashish Banerjee. Mixed & mastered by Prasenjit ‘pom’ Chakrabuty. Actors Akansha Chatterjee, Rivu Mahapatra, Sk taj, Joyita Adhikary, Priyom Ghosh, Gargi Nandy, Arka das.
Song Credits :
Song : Dogdoge Itihasher Ghaa
Singer : Rupam Islam
Lyrics : Rupam Islam
Music : Rupam Islam
Music Arranged by : Shibashish Banerjee
View More Songs Lyrics From Rupam Islam
Dogdoge Itihasher Ghaa Song
Dogdoge Itihasher Ghaa Lyrics by Rupam Islam
ধেয়ে এল ওরা কোথা থেকে
কোন ঘাঁটি থেকে নেমে এল
মানুষ খুনের পরোয়ানা
বলো কোত্থেকে ওরা পেল
এত ঘৃণা রাখা কোন দেশে
ঘুণপোকা চষে কোন দেহ
দেশমাতৃকা ভালবেসে
(চরে) আইটি সেলের সন্দেহ
অবিশ্বাসের খাস্তা স্বাদ
ধর্মরক্তে চুবিয়ে খাও
রক্ত রোমাঞ্চ সংবাদ
যুদ্ধ নোটিসে টাঙিয়ে দাও
যুদ্ধ যাদের হাতের পাঁচ
মানুষে মানুষে হানাহানি
এটাই ওদের খুড়োর কল
এভাবে বেচছে শয়তানি
রুখে দাঁড়াচ্ছে কোথা থেকে
ওরা বাঁচাচ্ছে প্রতিবেশি
এই তো আমার দেশের ধাঁচ
এখানে প্রেমের দামই বেশি
ধর্ম বাওয়াল গুলিয়ে দ্যায়
ভুখা জনতার পেটের টান
কর্মখালির খোঁজ নিও
ঠোঁটে তুলে বেঁচে থাকার গান
তবু কারও দেরি হয়ে গ্যালো
আগুনে পুড়ল বৃদ্ধা মা
আসলে পুড়ল দেশের নাম
আসলে পুড়ল সভ্যতা
তবু বড়ও দেরি হয়ে গ্যালো
বোবা হয়ে গ্যালো মুখরতা
আসলে খুন হ’ল দেশের মান
খুন হয়ে গ্যালো মানবতা
দগদগে ইতিহাসের ঘা