Por Manushe Dukkho Dile Lyrics (পর মানুষে দুঃখ দিলে) | Masum
Por Manushe Dukkho Dile Lyrics
Por Manushe Dukkho Dile song is sung by Masum. This song was released on March 21, 2020 published by CD Choice Music. Por manushe dukkho dile song lyrics are written by Akkas Dewan and music is given by Ahmed Sajeeb. Featuring Sneha & Niloy.
Song Credits :
- Song : Por Manushe Dukkho Dile
- Singer : Masum
- Lyrics : Akkas Dewan
- Music : Ahmed Sajeeb
- Starring : Sneha, Niloy
- Label : CD Choice Music
Por Manushe Dukkho Dile Full Song
Por Manushe Dukkho Dile Lyrics In Bengali
পর মানুষে দু:খ দিলে দু:খ মনে হয় না,
আপন মানুষ দু:খ দিলে মেনে নেয়া যায়না।
সবার একজন মনের মানুষ প্রানের মানুষ থাকে,
মনও প্রান উজাড় করে ভালোবাসে তাকে।
ভালোবাসে যে যাকে কস্ট যেন দেয়না।
আপন মানুষ দু:খ দিলে মেনে নেয়া যায়না।
পাথরের আঘাতে কেউ খুশিতে হাসে,
ফুলের আঘাত পাইয়া আবার কেদে পুলায় মিশে।
পাথারের আঘাত সয় প্রানে, ফুলের আঘাত সয়না।
আপন মানুষ দু:খ দিলে মেনে নেয়া যায়না।
ভালো লাগলে সার্থ ভুলে ভালোবাসি ও
ভালো যারে ভাসিয়াছো ভালোবেেস যেয়ো।
আক্কাস দেওয়ান মরলে কইয়ো সে যেন চোয় না।
আপন মানুষ দু:খ দিলে মেনে নেয়া যায়না।
পর মানুষে দু:খ দিলে দু:খ মনে হয় না,
আপন মানুষ দু:খ দিলে মেনে নেয়া যায়না।