Sorbonashi Lyrics (সর্বনাশী) | Jesan Ovi | Bangla New Gaja Song 2020

Sorbonashi Lyrics

Sorbonashi Lyrics

Sorbonashi is a new bangla song sung by Jesan Ovi. Sorbonashi song lyrics are written by Jesan Ovi and song mixing by Stromz Vai.

Song Credits :
  • Song : Sorbonashi
  • Singer : Jesan Ovi
  • Lyrics : Jesan Ovi
  • Mixing: Stromz Vai
  • Cover design : SK Vai

Sorbonashi Full Audio Song

Sorbonashi Lyrics In Bengali

সময় থেমে থাকার মতো, থমকে থাকা জীবন আমার
সোডিয়াম লাইটের নিচে বসে, কিছু কথা ভাবি
শত রকমানুষেরই ভিড়ে, স্মৃতি নিয়ত বিবাধায় এমন
একাকিত্ব রজনী সে সময়, তুই ও কষ্ট পাবি
এ গল্প তো আর এমনি লিখিনি, তোর মতো করে স্বপ্ন দেখেছি
তোর রেখে যাওয়া স্মৃতি গুলো, ফিরিয়ে নিয়ে যা আবার
আমার মতো থাকতে দে আমায়,
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি সর্বনাশী
ভালোবাসি বলে আমার, কেড়ে নিলি মন
সিগাড়েট না ছুতে পারি, আমার সাথে করবি আড়ি
গাঞ্জা টানি ক্ষনে ক্ষনে, কই গেলি এখন বন্ধুরে
রোধেলা আলোকিত শহরে, আলোহীন অন্ধকার এ জীবন
এক রেখে চলে যাওয়ার সময়, তুই সে মহা পাপী
পেঞ্চিলে নাম লিখে ছিলি মনে, রাবারে তা মুছে দিলি নির্জনে
আমার মনে ক্ষত তোর নাম এর, হৃদয় ছিড়লে পাবি
তোর রেখে যাওয়া স্মৃতি গুলো, নিয়ে যা আবার
আমার মতো থাকতে দে আমায়,
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি সর্বনাশী
ভালোবাসি বলে আমার, কেড়ে নিলি মন
সিগাড়েট না ছুতে পারি, আমার সাথে করবি আড়ি
গাঞ্জা টানি ক্ষনে ক্ষনে, কই গেলি এখন বন্ধুরে
স্বার্থপর এই ভুবনে, বেঁচে থাকা একা নির্জনে
ঘুম আসেনা দশকে আমার, শুধু তোর লাগি
জানিনা কি ফায়ার আসবি, আমায় কি আর ভালোবাসবি
আমায় না পেয়ে বুঝবি তখন, তুই বোরো অভাগী
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি সর্বনাশী
ভালোবাসি বলে আমার, কেড়ে নিলি মন
সিগাড়েট না ছুতে পারি, আমার সাথে করবি আড়ি
গাঞ্জা টানি ক্ষনে ক্ষনে, কই গেলি এখন বন্ধুরে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি সর্বনাশী
ভালোবাসি বলে আমার, কেড়ে নিলি মন
সিগাড়েট না ছুতে পারি, আমার সাথে করবি আড়ি
গাঞ্জা টানি ক্ষনে ক্ষনে, কই গেলি এখন বন্ধুরে।

Sorbonashi Mp3 Song Download Jesan Ovi

 Sorbonashi Mp3 Song Download Jesan Ovi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
close