Shesh Belay Behaya Na Hole Bhalobaslam Koi Lyrics (শেষবেলায় বেহায়া না হলে) | Gourab Tapadar
November 1, 2020Last Updated: July 1, 2021
Shesh Belay Behaya Lyrics
Shesh Belay Behaya Na Hole Valobaslam Koi in bengali “শেষ বেলায় বেহায়া না হলে ভালবাসলাম কই?” লিখেছে Soumava Paul (সৌমাভা পাল) এবং এই অসাধারণ লেখাটিকে কণ্ঠ দিয়েছেন Gourab Tapadar (গৌরব তপাদার)
মুড খারাপ করবার জন্য সরি। তবে আমার কটা কথা ছিল, আমার বিগত কয়েকদিনের ব্যবহারের জন্য সত্যি কোনো ক্ষমা হয় না আমি জানি। তবুও যদি ক্ষমা করা যায় তাহলে ভালো হয়। যেহেতু এর সবকিছুর শুরুতেই আমি তাই শেষ করার দায়িত্বটাও আমার। এতদিন ধরে রাগের মাথায় জ্ঞানে অজ্ঞানে অনেক কিছু বলে ফেলেছিলাম। হ্যাঁ সেগুলো আমারই দোষ আমাকে বিভীষিকা জ্ঞান করবার কোন দরকার নেই। হ্যাঁ মানছি সময়ে অসময়ে আমি মাত্রাধিক হিংস্র য়ে গেছিলাম। তবে এটুকু বলে রাখছি দরকারে ডাকলে অবশ্যই আসব আর বিপরীত দিক থেকেও আমি সেটাই আশা করছি। গত চারটি বসন্তে অনেক মুহূর্ত কাটিয়েছি যেগুলো হয়তো অনেকে কাটানোর জন্য মরিয়া হয়ে ওঠে। জীবনের কোনো না কোনো নির্দিষ্ট সময়ে। শুধু এইটাই বলার যে আমাদের দুজনের মনে যেন পরস্পরকে নিয়ে কোন ঘৃণার জন্ম না হয়। সম্পর্ক টা ভাঙবার পেছনে পুরোটা আমার দোষ ছিল ইউউ মেনে নিলাম তবে যখন দুজনেই সম্পর্কে ছিলাম তখন দুজনেই কমবেশি Involve ছিলাম। সেই সম্পর্কের খাতিরেই আমি বলছি, আমার তরফ থেকে কোনো দিনও কোনরকম কটুক্তি অপমানের শিকার তুমি হবে না তোমায় হতে হবে না। আমাকে অন্য পুরুষের সাথে গুলিয়ে ফেলো না নিজের ডিভোর্সি বউ কে অ্যাসিড আমি ছুরবো না। ভাড়া করা গুন্ডা দিয়েও তোমাকে উত্ত্যক্ত করার মতন মনোবাঞ্ছা আমার নেই আর জন্মাবেও না। তবে এইটুকু অনুরোধ করবো তোমার যেকোন বিপদে যেন ডাক পাই। তোমাকে সাহায্য করতে পেরে হয়তো নিজেকে কিছুটা সান্তনা দেওয়া যাবে। আচ্ছা ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমি যদি দেখা করতে চাই.. দেখা করবে! আমি কথা দিচ্ছি আমি ফিরে আসার কথা একবারো বলবো না। তোমাকে ওই আকাঙ্ক্ষিত উজ্জ্বল আলো থেকে আর টেনে হিঁচড়ে নিয়ে আসব না সেই পুরনো অন্ধকারে। আমি চাই তুমি আবার বিয়ে করে নাও। আবার গুছিয়ে নাও নিজের জীবনকে। আচ্ছা এই ম্যাসেজটারও কী কোন রিপ্লাই আসবে না সেই কি কোর্টেই কথা হবে। আগের দিনও তুমি ঠিক করে কোন কথা বললে না কোর্টে। তোমার উকিল আর তোমার বাবা আবার কথা বলার সুযোগ টুকুও দিলেন না। আচ্ছা আমাদের ভেতরে কী এতটা দূরত্ব চলে এসেছে। এই তো সেদিন আমি মরে যাওয়ার কথা বললে আমার কপালে চুমু খেয়ে বলতে অতই কি সোজা নাকি আমাকে ফেলে চলে যাওয়া। আর এখন সেই তুমি কিনা আমি মরলাম না বাচলাম না খেলাম কি খেলাম না এমন কি আমার অস্তিত্ব থাকা-না-থাকাতেও তোমার কোন ফারাক পড়না। এতটা কিভাবে বদলে গেলে তুমি? আমি জানি আমাদের ডিভোর্সটা এবার সত্যি হয়ে যাবে। তুমি আমাকে আর আমি তোমাকে প্রাক্তন বলবো। কিন্তু তবুও শেষ চেষ্টা করে যাচ্ছি তোমাকে ফিরিয়ে আনার জন্য কারণ তুমি বলেছিলে শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই। আগের মেসেজ গুলোর মতই এই মেসেজটারও কোনো রিপ্লাই আসবে না জেনেও আমি তোমায় ম্যাসেজ টা পাঠালাম। ডিভোর্সটা এবার হয়েই যাবে বলে মনে হচ্ছে। তাও একবার শেষ চেষ্টা করতে ক্ষতি কী। তুমি না প্রাক্তনের তকমাটা ইচ্ছে করে নিজের গায়ে মেখে নিচ্ছ আর যতটা না নিজের গায়ে মাখছো তার চেয়ে বেশি মাখিয়ে দিচ্ছ আমার গায়ে। কিন্তু ঐযে একটা কথা তো বুকে পেরেকের মতো আটকে আছে – শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই, শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই।।
শেষ বেলায় বেহায়া বাংলা কবিতা লিরিক্সঃ
Shesh Belay Behaya Na Hole Bhalobaslam Koi
Shesh Belay Behaya Na Hole Bhalobaslam Koi Bengali Poem