Khoma Kore Dilam Tomay Lyrics – Keshab Dey (ক্ষমা করে দিলাম তোমায়) New Bengali Sad Song 2021
Keshab Dey has sung the song ‘Khoma Kore Dilam Tomay’ and also the music was composed by himself. Khoma Kore Dilam Tomay Bengali song lyrics are written by Badal. Keshab Dey’s new Bengali sad song featuring Seeta Debnath, Badhan, Bholanath Dey, and Keshab Dey himself.
Song Credits
- Song: Khoma Kore Dilam Tomay
- Singer: Keshab Dey
- Music: Keshab Dey
- Lyrics: Badal
- Guitar: Tapas Roy
- Cast: Keshab Dey, Seeta Debnath, Bholanath Dey, Badhan
Khoma Kore Dilam Tomay Song Lyrics In Bengali
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়
তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়
তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়
আমি তোমায়
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়
সাজানো দিন গুলো বেলাশেষে
সন্ধ্যে হয়ে ডুবে যায়
আমার দু’চোখ ভেজে ভালোবাসা
অন্যের সুখে হেসে যায়
তবু তোমার দেওয়া ডাকনাম
সাথে নিয়ে তোমার বদনাম
আজ ক্ষমা করে দিলাম আমি তোমায়
আমি তোমায়
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়
ফেলে আসা সব স্মৃতি গুলো
আজও তার কথা বলে যায়
মনের ঘরে যত রাগ অভিমান
আমি সব ভুলে তাকে চাই
তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়
আমি তোমায়
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়
তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়