Tumi Ashbe Bole Movie Release Date, Cast, Story, Updates | BanglaaLyrics
![]() |
Tumi Ashbe Bole Poster |
Tumi Ashbe Bole is an upcoming Bengali Movie Directed by Sujit Mondal and Music by Jeet Gannguli. Tumi Asbe Bole Bengali movie was all set to release in 2021. Bonny Sengupta and Koushani Mukherjee playing the lead role in the upcoming Bengali Movie Tumi Ashbe Bole.
Bonny আর Koshani জুটি তো বাংলা মুভিতে সেরা সেটা সকলেই জানে। এর আগেও তারা অনেক সুপারহিট মুভি দিয়েছেন যেমন Parbona Ami Charte Toke, Tomake Chai, Girlfriend, etc. বাংলা সিনেমাতে তাদের জুটি সেরা। আর আবারও এই জুটিকে একসঙ্গে দেখা যাবে নতুন বাংলা মুভি তুমি আসবে বলে তে।
Tumi Ashbe Bole Release Date
The official release date of the Bengali movie Tumi Ashbe Bole is now revealed. Tumi Ashbe Bole Bengali movie release date was 22nd January 2021.
বছরের শুরুতেই রিলিজ হতে যাচ্ছে সুজিত মণ্ডল পরিচালিত Tumi Ashbe Bole প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় কে।
Tumi Ashbe Bole Movie Songs
Ki Kore Bhule Thakbo Toke was the first song of the upcoming Bengali movie Tumi Ashbe Bole. Jubin Nautiyal has sung the Bengali song ‘Ki Kore Bhule Thakbo Toke’ from the movie Tumi Asbe Bole.
![]() |
ki Kore Bhule Thakbo Toke Song Poster |
Tumi Ashbe Bole Movie Storyline
নন্দ কলকাতায় আসে একটা ভালো চাকরির সন্ধানে। কোলকাতাতেই তার প্রথম আঁখির সাথে দেখা হয়। আঁখি হল এই গল্পের হিরোইন। আঁখির বাবা প্রথমে তাদের বিয়ের প্রস্তাব মেনে নেয়নি। কিন্তু পড়ে তিনি তাদের বিয়ে দিতে রাজি হয় এমনকি বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। সব কিছু ঠিকই চলছিল কিন্তু গল্পের রূপ ঘুরে যায় তখন যখন বিয়ের দিন নন্দ আসেনা। কেনো সে সেদিন বিয়েতে আসলো না কি কারণ সব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে তুমি আসবে বলে বাংলা ফুল মুভি।