Propose Day 2021: Bangla SMS For Girlfriend, Wish, Shayari & Images
![]() |
Happy Propose Day Bangla 2021 |
Propose Day ভালোবাসার মানুষদের কাছে খুবই একটা বিশেষ দিন। এই দিনে Girlfriend ও Boyfriend একে অপরকে তাদের ভালোবাসা প্রপোজ করে প্রকাশ করে। 8th February Propose Day, সেই দিন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড তার পার্টনারকে বিভিন্ন রকম Propose Day Bangla Shayari শুনিয়ে Propose Day Bangla SMS করে তাদের মনের মানুষকে ভালোবাসা জানায়।
তাই বন্ধুরা 2021 Propose Day তে আপনাদের জন্য নিয়ে এসেছি Best Propose Day Bangla SMS 2021 আর কিছু Best Propose Day Images In Bangla যেগুলো আপনি আপনার প্রিয় মানুষদের কাছে পাঠাতে পারেন এবং এই বিশেষ দিনে আপনি আপনার মনের কথা আমাদের এই Propose Day Bangla Shayari, SMS & Wishes এর সাহায্যে জানাতে পারেন।
Here Is Some Best Bangla SMS, Shayari & Images For Propose Day 2021
তুমি সেই কবিতা
যাকে ভাবি কিন্তু লিখতে পারিনা
তুমি সেই ছবি
যাকে কল্পনা করি কিন্তু আঁকতে পারিনা
তুমি সেই মানুষ
যাকে আমি ভালোবাসি কিন্তু বোঝাতে পারিনা
I Really Love You…
![]() |
Happy Propose Day Bangla SMS |
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া,
আমি কিছু বুঝতে পারিনা তোমায় ছাড়া,
কিচ্ছু চাইনা আমি আজীবন তোমার ভালোবাসা ছাড়া।।
খুজিনি কারো মন,
তোমার মন পাবো বলে।
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে।
হাটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
বাসিনি ভালো কাউকে,
শুধু তোমায় ভালোবাসবো বলে।।
Propose Day Bangla SMS
ভালোবেসে এই মন
তোকে চায় সারাক্ষণ
আছিস তুই মনের মাঝে
পাশে থাকলেই সকাল সাঝে
কি করে তোকে ভুলবে এ মন
তুই যে আমার জীবন
খুব ভালোবাসি তোকে
Happy Propose Day
![]() |
Propose Day Bangla SMS |
আমি জানিনা তোমার ভালোবাসা কার জন্য
আমি জানিনা তুমি কাকে পেলে খুশি
আমি জানিনা তোমার মন কাকে চায়
শুধু এটাই জানি,
আমি শুধু চেয়েছি তোমায়…
দুষ্টুমি নয় Really
ফাজলামি নয় Seriously
ধোকা নয় সত্যি
History নয় বাস্তব
অন্য কাউকে নয়
শুধু তোমাকে বলছি
I Love You
মিষ্টি চাঁদের মিষ্টি আলো
বাসি তোমায় অনেক ভালো
দেখবো তোমায় সারাবেলা
মিটি মিটি তারার মেলা
নিশিরাতে শান্ত ভুবন
Happy Propose Day
চাইবো তোমায় সারাজীবন
ভুলিনিতো আমি
তোমার মুখের হাসি
আমার গাওয়া গানে
তোমাকে ভালোবাসি
আসো আবারও কাছে
হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাবো
আমার পৃথিবীতে…
Happy Propose Day Jaan
Propose Day Bengali Images
হাতে হাত রেখে
সারাটা জীবন কাটিয়ে দিতে পারি
শুধু তুই একবার কথা দে
এই হাত ছেড়ে কোনোদিনও জাবিনা…
মাঝে মাঝে মনে হয় তুই আমার সব
তোকে না দেখলে কষ্ট হয় অনুভব
স্বপ্ন বুনি রাশি রাশি তোকে নিয়ে দিবা নিশি
তুই ছাড়া জীবন আমার ভাবা অসম্ভব
Happy Propose Day Babu
ভুল তোমার ছিল তুমি বুঝতে পারোনি
রাগ আমারও ছিল কিন্তু দেখাইনি
কিন্তু চেষ্টাও কখনো করিনি
চাইলে ভুলে যেতে আমিও পারতাম
I Love You So Much
কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি
চোখে আছে কাজল,
কানে আছে দুল,
ঠোঁট যেন রক্তে রাঙা ফুল।
চোখ একটু ছোটো,
মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে
সত্যি আমি ভালোবাসি।।
Propose Day Wishes In Bengali
ভালোবাসায় কোনো সর্ত থাকে না
সর্ত থাকলে ব্যাপারটা গনিতের মত হয়ে যায়
আমি কখনও আসা করিনি
আমি শুধু তোমাকে একবার বলতে চাই
যে, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে
I Love You
আমি তোমাকে ভালোবাসি
বৃষ্টির নেশাতে
চায় মন হারাতে
সব সীমা ছারিয়ে
চায় মন তোমাকে
I Love You
যতো ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে
দুষ্টু এই মন চায় আরও বেশি পেতে
কেনো যে মন চায়,
কি জানি? তোমার মধ্যে কি আছে
আরও বেশি করে কাছে পেতে।।
শীতের চাদর জড়িয়ে
কুয়াশার মাঝে দাড়িয়ে
হাত দুটো দাও বারিয়ে
শিশিরের শীতল স্পর্শে
যদি, শিহরিত হয় মন
বুঝেনিও আমি আছি
তোমার পাশে সারাক্ষণ
খুব ভালোবাসি তোমাকে।।
Propose Day Bangla SMS For Girlfriend & Boyfriend পোষ্ট এর এই Bangla Propose SMS ও Bangla Propose Shayari গুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনার প্রিয়জনদের সাথে এগুলো শেয়ার করুন।
আর পরবর্তী সময়েও এরকম আরও Bangla Shayari, Bangla Wishes, Valentine Day Bangla SMS পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন যেখানে আমাদের সাইটের নতুন পোষ্ট গুলোর সমস্ত আপডেট পেয়ে যাবেন।