Aaj Tor Biye Lyrics (আজ তোর বিয়ে) | Keshab Dey | F A Sumon | Bangla New Song 2021
![]() |
Aaj Tor Biye Lyrics |
Aaj Tor Biye is a collab song by Keshab Dey & F A Sumon from Bangladesh. Aaj Tor Biye song lyrics were written by Ibrahim Khalil Ibu and the music of this song was composed by F A Sumon. Bengali song Aaj Tor Biye is sung by Keshab Dey.
Song Credits:
- Song: Aaj Tor Biye
- Singer: Keshab Dey
- Music: F A Sumon
- Lyrics: Ibrahim Khalil Ibu
- Label: F A Sumon Official
Aaj Tor Biye Song Lyrics In Bengali
বদলে যাচ্ছে চারপাশ ধুসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে
বদলে যাচ্ছে চারপাশ ধুসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে
দিনরাত অসমান ছিলতো একদা বর্নিল
আলপনা জুড়ে একেছি সাগর সেচা নীল
এমন কেন মনে হয়
কাদতে চাইছে হৃদয়
তুই ছাড়া ভালো আমি থাকবো নারে
বদলে যাচ্ছে চারপাশ ধুসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে
অন্তরা
মনকে বোঝাই তুইতো পর
কবে আপন ছিলি
পাশে থাকার অভিনয়ে আজ
এমন দুঃখ দিলি
এক জিবনে তোর মত
দেয়নি কেউ এত ক্ষত
খুব গোপনে পুষি
বদলে যাচ্ছে চারপাশ ধুসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে
অন্তরা
আকাশ বাতাস স্বাক্ষী রাখি
পাবিনা কভু ক্ষমা
তোর কারনে মনের কনে
সহস্র কষ্ট জমা
মনের গাছে হাজার পাতা
পাতায় পাতায় তোরই কথা
দেখতিস যদি পড়ে
মনের গাছে হাজার পাতা
পাতায় পাতায় তোরই কথা
দেখতিস যদি পড়ে
বদলে যাচ্ছে চারপাশ ধুসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে
দিনরাত অসমান ছিলতো একদা বর্নিল
আলপনা জুড়ে একেছি সাগর সেচা নীল
এমন কেন মনে হয়
কাদতে চাইছে হৃদয়
তুই ছাড়া ভালো আমি থাকবো নারে
বদলে যাচ্ছে চারপাশ ধুসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে