Prithibi Ghumak Song Lyrics (পৃথিবী ঘুমাক) | Topu
![]() |
Prithibi Ghumak Lyrics |
Prithibi Ghumak new Bangla music video by Bangladeshi Music Label G Series Music. Prithibi Ghumak song lyrics were written & sung by Topu. In this music video all the images captured by Pinu Rahman.
Song Credits:
- Song: Prithibi Ghumak
- Singer: Topu
- Lyrics: Topu
- Photography: Pinu Rahman
- Animation: Timir Deb Nath
- Label: G Series
Prithibi Ghumak Song Lyrics In Bengali
চেনা শহর জনশূন্য
পরিচিত গলিতে
কেউ নেই এখনও
চাইলেই দেখা হত একদিন
হয়না দেখা আর
আকাশটা খুব নীলচে ভীষণ আর
বাতাস পরিস্কার
ছেঁড়া ফুলের বন্ধ দোকান
অকারণ শব্দে ভরছে না কান দেখো
পৃথিবী খোঁড়ার যন্ত্র-যান সব
দাঁড়িয়ে চুপচাপ
পাখিরা সব আনন্দে ওড়ে আর
তোমার মনখারাপ
আমি বলি আজ থাক
আরও কিছুদিন যাক
আরও কিছুটা সময়, তোর
ইচ্ছে জমিয়ে রাখ
আমি বলি আজ থাক
আরও কিছুদিন যাক
আরও কিছুটা সময়
পৃথিবী ঘুমাক
সাগরে যাব, পা ভেজাবো কবে
আবারও জানিনা
আগের মতো রোদ জড়াবো
ছায়ায় বসবো না
বৃষ্টি হলেই, আসছি বলেই
তোমাকে পাওয়া
বন্ধু ডাকে, দেখব তাকে
বাড়ি ফিরবো না
আমি বলি আজ থাক
আরও কিছুদিন যাক
আরও কিছুটা সময়, তোর
ইচ্ছে জমিয়ে রাখ
আমি বলি আজ থাক
আরও কিছুদিন যাক
আরও কিছুটা সময়
পৃথিবী ঘুমাক
সবকিছু হবে ঠিক একদিন
তুমি আমি ছাড়াও পৃথিবী রঙিন
বেঁচে আছে যা, বাঁচিয়ে রাখার যুদ্ধটা
করো প্রতিদিন
বুকভরা শ্বাস, নীলচে আকাশ আর
বাকি মূল্যহীন
পৃথিবী ঘুমাক গান লিরিক্স
Chena shohor jono shunno
Porichito golite
Keu nei ekhono
Chailei dekha hoto ekdin
Hoyna dekha aar
Akashta khub nilche bhison aar
Batas porishkar
Chera fuler bondho dokan
Okaron shobde bhorche na kan dekho
Prithibi khorar jontro-jan sob
Dariye chupchap
Pakhira sob anonde orey
Ar tomar mon kharap
Ami boli aaj thak
Aaro kichudin jak
Aro kichuta somoy, tor
Ichhe jomiye rakh
Ami boli aj thak
Aro kichudin jak
Aro kichuta somoy
Prithibi ghumak…