Happy Valentines Day 2021 Bangla SMS & Images
 |
Happy Valentines Day Bangla SMS 2021 |
Valentines Day বা ভালবাসার দিবস শুধুই যে প্রেমক-প্রেমিকাদের জন্য তা নয়, Valentines Day হচ্ছে সবার জন্য মা-বাবা, বন্ধু-বান্ধব, ভাই-বোন এই ভালোবাসা দিবস সবার জন্য। 14th February Valentines Day, সেই দিন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড তার পার্টনারকে তার মনের কথা বিভিন্ন রকম Valentines Day Bangla SMS এর মাধ্যমে বা Valentines Day Bangla Wish করে তাদের ভালোবাসা জানায়।
তাই বন্ধুরা 2021 Valentines Day তে আপনাদের জন্য নিয়ে এসেছি Best Valentines Day Bangla SMS 2021 আর কিছু Best Valentines Day Images In Bangla যেগুলো আপনি আপনাদের প্রিয় মানুষদের কাছে পাঠাতে পারেন এবং এই ভালোবাসার দিবসে আপনি আপনার মনের কথা আমাদের এই Valentines Day Bangla Images, SMS & Wishes এর সাহায্যে জানাতে পারেন।
Valentine Day এর বাংলা অর্থ হল “ভালবাসা দিবস” এই দিনে আপনি আপনার বাবা-মা বা এমন কোনো মানুষ যাকে ভালোবাসেন তাকে আপনি আপনার মনের কথা বলে আপনার ভালোবাসার প্রকাশ করতে পারেন।
Here Is Some Best Bangla SMS, Shayari & Images For Valentines Day 2021
ভালোবাসি তোমায় আমি বলবো কতবার
বোঝালেও কেনো বুঝতে চাওনা বলো একবার
ভালোবাসি তোমায় আমি
আমার জীবনের চেয়েও বেশি
জীবনে যতই কষ্ট থাকনা কেনো
আমি শুধু তোমায় পেলেই খুশি
Happy Valentines Day Babu
 |
Valentines Day Bangla SMS 2021 |
প্রশ্ন যতই হোক, উত্তর তুমি
রাস্তা যতই হোক, লক্ষ তুমি
কষ্ট যতই হোক, সুখ তুমি
তোমার ওপর যতই রাগ করিনা কেন
তবুও আমার ভালোবাসার মানুষ তুমি
Happy Valentine Day ভালোবাসা
যদি ভালোবাসার অর্থ হয়,
কাউকে সারাদিন মিস করা
তবে হ্যাঁ আমি ভালোবাসি।
যদি ভালোবাসার অর্থ হয়,
চোখ বুজলে কারো ছবি স্পষ্ট ফুটে ওঠে
তবে হ্যাঁ আমি ভালোবাসি।
যদি ভালোবাসার অর্থ হয়,
সারাদিনের সব কাজের মাঝেও কারো চিন্তায় মগ্ন হয়ে থাকা
তবে হ্যাঁ আমি ভালোবাসি।
হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি।।
শুনেছো তুমি একটা কথা
আজকে নাকি Valentine Day
কিনে আনবো সুন্দর ফুল
তোমাকে দিতে করবো না গো ভুল
ফুল হচ্ছে ভালোবাসার প্রতিক
এই সময় দেওয়াই সঠিক
“ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা”
Valentines Day Bangla SMS
আমার চোখের স্বপ্ন তুমি আমার সব আশা
কি করে বলবো তোমায় পাইনা খুজে ভাষা
আমি যে তোমায় চাই যে দিতে
আমার হৃদয়ের ভালোবাসা
Happy Valentines Day 2021
 |
Bangla Valentines Day SMS |
যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরন অঙ্গ জুরে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে,
আমি তোমার মুখের হাসি হয়ে কষ্ট টুকু নিয়ে নিতাম।।
Valentine’s Day শুভেচ্ছা প্রিয়
এই ভালোবাসা দিবসে বলবনা
কতটা ভালোবাসি আমি
আমার চোখের দিকে তাকিয়ে
বুঝে নাও কতটা তোমায় চাই আমি
Happy Valentine Day My Love
তোমায় নিয়ে আমি গরবো প্রেমের বাসর
তোমাকেই ভালোবাসবো আমি বাঁচবো যত বছর
তুমি যে আমার গানে তুমি যে আমার সুরে
তুমি আছো আমার এই হৃদয় জুরে
Happy Valentine’s Day
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে
আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়
আমি তোমাকে চাই আমার মত করে নয় তোমার মত করে
আমি তোমাকে চাই ক্ষণিকের জন্য নয় চিরদিনের জন্য
Happy Valentine’s Day My Love
Valentines Day Bengali Images
 |
Happy Valentines Day Bangla SMS |
তোমার এক চোখে রোদের আকাশ অন্য চোখে ছাওয়া তোমার জন্য বুকের ভেতোর বারছে শুধু মায়া হৃদয় জুরে তোমায় নিয়ে স্বপ্ন রাশি রাশি আমার চেয়েও তোমায় আমি বেশি ভালোবাসি Happy Valentines Day Jaan
আধার ঘরের বাতি তুমি চাঁদের ওই হাসি
আমার চেয়ে তোমায় আমি অনেক ভালোবাসি
জ্যোৎস্না রাতের তারা তুমি মনের আকাশের চাঁদ
তুমি আমায় ভালবেসো দিবা নিশি রাত
Happy Valentines Day Love
সারাটা দিন ধরে তোমায় পড়ে মনে তুমি কাছে এলে দুঃখ যাই ভুলে দূরে তুমি গেলে কষ্ট গুলো বারে তাইতো তোমায় রেখেছি মনের একটি কোণে ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা
টাকা নেই যে উপহার দেবো
পয়সা নেই যে ফুল কিনবো
শুধু আছে আমার এই ভালোবাসা
যেটাই তোমাকে পাঠাচ্ছি আমার এই SMS-এ
Happy Valentine’s Day Jaan
I Love You
 |
Valentines Day Bangla Images |
Valentines Day Bengali Shayari
তোমায় যদি ভালো লাগে ভোরের ওই আকাশ, তবে তুমি সুর মিলাও পাখির মিষ্টি গানে। তোমার যদি ভালো লাগে মেঘলা ওই আকাশ, তবে তুমি মনকে ভাষাও মেঘের ওই ভেলায়। তোমার যদি ভালো লাগে রাতের ওই আকাশ, তবে তুমি হারিয়ে যাও ওই রাতের মেলায়। আমার মতো তোমারও যদি ভালো লাগে আমায়, তবে তুমি জানিয়ে দাও চুপি চুপি ইশারায়।।
আমার সাদা কালো পৃথিবীতে কখনও কী তুমি আসবে? এক মুঠো রঙ দিয়ে রঙ্গিন করে সাজাতে, আমার নিরব চোখে যে কবিতা লিখেছি তোমায় নিয়ে কখনও কী অনুভবে পড়বে? আমি তোমায় ভাবি আমার ছোটো আবেগি মনে কখনও কী তুমি তা বুঝবে।।
মেঘের মতো ভেসে চলেছি
দুজনে আকাশের ওই নীলে
এসো একটা পৃথিবী সাজাই
তুমি আমি মিলে
কুয়াশা ঘেরা সকাল, চাঁদের জোছনা
আর রিমঝিম বৃষ্টির ধারা
তোমার আমার পৃথিবী হবে
ভালোবাসা দিয়ে ভরা
ফেব্রুয়ারি 14 তারিখ আসলো আবার ফিরে
খুসির জোয়ার বইছে তাই সারা দেশ জুরে
প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব সবার হাতে ফুল
এটাই নাকি এই দিবসের অন্যতম মূল
Happy Valentines Day Dear
Happy Valentines Day Bangla SMS For Girlfriend & Boyfriend পোষ্ট এর এই Bangla Valentine Day SMS ও Bangla Valentine Day Images গুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনার প্রিয়জনদের সাথে এগুলো শেয়ার করুন।
আর পরবর্তী সময়েও ভালোবাসার দিবস নিয়ে উক্তি Bangla Shayari, Bangla Wishes, Valentines Day Bangla SMS পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন যেখানে আমাদের সাইটের নতুন পোষ্ট গুলোর সমস্ত আপডেট পেয়ে যাবেন।