কম দামের মধ্যে সেরা ১০ টি সেরা ভ্যালেন্টাইন্স ডে গিফট | 10+ Valentines Day Gift Ideas In Bengali
![]() |
ভ্যালেন্টাইন্স ডে গিফট |
নতুন বছরের শুরুতেই আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর এই নতুন বছরের দেখতে দেখতে একটি মাস কেটে গেলো আর কিছুদিন পড়েই 14th February অর্থাৎ Valentine’s Day আর এই ভ্যালেন্টাইন্স ডে তে আপনিও আপনার ভালোবাসার মানুষটিকে এমন একটি উপহার দিন যেটা সে কখনই ভুলতে পারবে না।
তাই বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কম দামের মধ্যে ১০ টি সেরা ভ্যালেন্টাইন্স ডে গিফট যা আপনি Amazon সাইটে পেয়ে যাবেন। আর আশাকরি আপনার পাশাপাশি আপনার ভালোবাসার মানুষটিরও গিফট টি খুবই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক-
১০ টি সেরা ভ্যালেন্টাইন্স ডে গিফট
Explosion Box Valentines Day Gift
![]() |
Valentines Day Bangla Gift |
গিফট বক্স টি দেখতে একটা সাধারণ বক্সের মতো কিন্তু বক্সটি খুললে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। হাতে বানানো গোলাপ দিয়ে বক্সের ওপরে সুন্দর ভাবে সাজানো আছে যেটা আপনার গার্লফ্রেন্ড এর অবশ্যই পছন্দ হবে। গিফট বক্সটির দাম 399 টাকা যেটাকে আপনি Amazon থেকে কিনে নিতে পারবেন।
বক্সটির মধ্যে আপনি আপনার ও আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর ছবি লাগাতে পারবেন তার সাথে আপনি চকলেট দিয়ে সুন্দর ভাবে বক্সটিকে সাজিয়ে আপনার ভালোবাসার মানুষটিকে গিফট করলে তিনি এটা পেয়ে আশ্চর্যর পাশাপাশি খুব খুশিও হবেন।
বক্সটির মধ্যে আরও একটি জিনিস আছে, একটি কাঁচের ছোট বোতল যেটার মধ্যে আপনি আপনার ভালোবাসার মানুষটির জন্য একটি Love Letter লিখে দিতে পারেন। আমার মতে এর চাইতে ভালো ভ্যালেন্টাইন্স ডে গিফট আর হয়না।
Valentines Day Gift Ideas In Bengali
![]() |
Valentines Day Bengali Gifts |
Lightning Ballons ভ্যালেন্টাইন্স ডে তে আপনার গার্লফ্রেন্ড কে দেওয়ার জন্য সেরা একটি গিফট। আপনি এই LED Ballons গুলোকে Amazon থেকে কিনতে পারেন খুবই কম দামের মধ্যে।
এগুলো দিয়ে আপনি একটা রুমকে খুব সুন্দর ভাবে সাজিয়ে আপনার গার্লফ্রেন্ড কে সারপ্রাইজ দিতে পারেন। আপনি চাইলে নরমাল ভাবেও বেলুন গুলোকে আপনার গার্লফ্রেন্ড কে দিতে পারেন। মেয়েরা এরকম একটা গিফট তাদের বয়ফ্রেন্ড এর কাছ থেকে পেয়ে নিশ্চয়ই খুশি হবে।
Valentines Day Teddy Love Gift In Bengali
![]() |
ভ্যালেন্টাইন্স ডে গিফট |
ভ্যালেন্টাইন্স ডে গিফট বক্সটির দাম 189 টাকা এটি আপনি Amazon থেকে কিনতে পারবেন। গিফট বক্সটিতে আপনি পাচ্ছেন একটি Cute Teddy যেটার ওপরে I Love You লেখা আছে।
আর তার সাথে আছে থাকতে তিনটে হাতে তৈরি করা গোলাপ। আর বক্সটির উপরেও I Love You লেখা থাকবে তার সাথে গোলাপ দিয়ে বক্সটি Wrap করা থাকা থাকবে। যেটা দেখতে খুবই সুন্দর আপনার গার্লফ্রেন্ড কে আপনি এটা গিফট করলে তিনি এই গিফট বক্সটি পেয়ে খুবই খুশি হবেন।
Valentines Day Gift For Girlfriend In Bengali
![]() |
Valentines Day Gift Ideas In Bengali |
খুবই সুন্দর ভাবে প্যাক করা এই গিফট টি পেয়ে আপনার গার্লফ্রেন্ড খুবই স্পেশাল অনুভব করবে। কাপটির ওপরে লেখা আছে Best Wife যখনই আপনার গার্লফ্রেন্ড কাপ টি ব্যবহার করবে। কাপটি তাকে আপনার কথা মনে করিয়ে দেবে। আপনার কাছে তিনি কতটা স্পেশাল সেটা বুঝিয়ে দেবে কাপটি আর তার সাথে আছে একটি চাবি রিং। গিফট টির দাম 279 টাকা আপনি এটা Amazon থেকে কিনতে পারবেন।
Valentines Day Bengali Gift Ideas
![]() |
Valentines Day Gift Ideas In Bengali |
Love Shaped Rings For Couples আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কে গিফট করতে পারেন। এই লাভ আংটিটি আপনার ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। ভ্যালেন্টাইন্স ডে তে আপনার পার্টনারকে দেওয়ার জন্য এটা সেরা গিফট যেটা আপনি Amazon থেকে সহজেই Buy করে নিতে পারবেন।
Valentines Day Gift For Bengalis
![]() |
Gift Ideas For Valentines Day Bengali |
কাঠের তৈরি Photo Album খুব সুন্দর ভাবে তৈরি করা সামনে I Love You লেখা ভ্যালেন্টাইন্স ডের জন্য এটি একটি পারফেক্ট গিফট। আপনার গার্লফ্রেন্ড এর এই গিফট টি অবশ্যই পছন্দ হবে।
বিশেষ করে আপনি যদি বিবাহিত হন আর আপনার স্ত্রী কে এটি ভ্যালেন্টাইন্স ডে তে উপহার হিসেবে দেন তিনি এটি পেয়ে খুব খুশি হবেন। Album টিতে আপনাদের সুন্দর সুন্দর মুহূর্ত গুলো যত্ন করে রাখতে পারবেন।
Gift Ideas For Valentines Day 2021
![]() |
Valentines Day Gift For Bengalis |
Heart Lock & Key Bracelet Couples দের জন্য খুব সুন্দর একটা উপহার আপনি এটিকে Amazon থেকে কিনতে পারবেন। আপনাদের মধ্যে একজনের কাছে ব্রেসলেট টি রেখে অন্য আর একজন এর কাছে লকেট টি রাখতে পারেন। এটি দেখতে খুবই কুল দেখাবে। এরকম একটি অসাধারণ গিফট ভ্যালেন্টাইন্স ডে তে পেলে কে না খুশি হয়।
Valentines Day Gift Ideas In Bangla
![]() |
Bangla Valentines Day Gift |
King & Queen Couples Watch ভালোবাসা দিবসে আপনাদের দুজনের জন্যই এটা খুবই সুন্দর একটা উপহার। আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড উভয়কেই এই গিফট টি করতে পারেন। আর আপনারা যখন একসাথে এই Matching Watch পড়ে ঘুরতে যাবেন আপনাদের একসাথে খুবই আকর্ষণীয় লাগবে। 340 টাকায় দুটো ঘড়ি আপনি Amazon থেকে Buy করতে পারবেন।
Chocolate Box Gift For Valentines Day
![]() |
Bengali Valentines Day Gift |
Dairy Milk এর Love Shaped Chocolate Box হয়তো আপনিও জানেন যে মেয়েদের কতটা চকোলেট ভালো লাগে চকোলেট পেলে তারা কতটা খুশি হয় তাও যদি আবার হয় এমন একটা সুন্দর Love Shape বক্সে তাহলে কোন মেয়েই বা আছে যে খুশি হবে না। ভ্যালেন্টাইন্স ডের জন্য এটা একটা অসাধারণ গিফট যেটা আপনি Amazon থেকে Purchase করতে পারবেন।
Valentines Day Gift Ideas For Bengali Girlfriend
![]() |
Gift Ideas For Bengali Girlfriend |
Photo Pillow বালিশ টির ওপর হাত দিয়ে সরালে আপনার ফটো দেখতে পারবেন আবার হাত ফিয়ে অন্য দিকে সরালে বালিশ টি কালো হয়ে যাবে। কি অসাধারণ তাইনা? ফটো টির জায়গায় আপনি আপনার নিজের পছন্দ মতো ছবি লাগাতে পারবেন।
এটি আপনি Amazon থেকে কিনতে পারবেন সেখানেই আপনি যে ছবিটি দিতে চান সেখানে দেবেন। তারা আপনার Customize Photo Pillow টাকে আপনার বাড়িতে পৌঁছে দেবে।
Valentines Day Gift For Bengali Girlfriend
![]() |
Bengali Girlfriend Valentines Day Gift |
হাতে তৈরি সুন্দর একটি গোলাপ আর একটি ছোট টেডি। Simple Gift কিন্তু খুবই সুন্দর ভালোবাসার প্রতীক এই গোলাপ টি দিয়ে ভ্যালেন্টাইন্স ডে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে প্রপোজ করতে পারেন। এত সুন্দর ভাবে প্যাকেজিং করা এই গিফট টি আপনি মাত্র 225 টাকায় Amazon থেকে Buy করতে পারবেন।
বন্ধুরা নিচে কমেন্ট করে জানান এই ভ্যালেন্টাইন্স ডে গিফট গুলোর মধ্যে আপনার সবেচেয়ে পছন্দের গিফট কোনটি মনে হলো। আর বন্ধুরা আপনাদের যদি গিফট কিনতে কোনোরকম সমস্যা হয়ে থাকে আপনি নিচে কমেন্ট করুন আমরা নিশ্চয়ই আপনাকে যথাসম্ভব সহায়তা করবো।
পোস্ট টি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই Valentines Day Gift Ideas In Bengali পোস্ট টি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন।
Order korbo kivabe