মহালয়া নিয়ে কবিতা | Premendra Mitra (Agomoni Kobita Lyrics)

Agomoni is a Bengali poem for children by Premendra Mitra based on Mahalaya (মহালয়া) আগমনী কবিতাটি কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা Class 1, 2, 3 বাচ্চাদের জন্য। কবিতাটি মহালয়া নিয়ে মায়ের আগমনের উপর।
কবিতা | আগমনী |
কবি | প্রেমেন্দ্র মিত্র |
Agomoni Kobita Lyrics In Bengali
বর্ষা করে যাব, যাব,
শীত এখনও দূর,
এরই মধ্যে মিঠে কিন্তু
হয়েছে রোদ্দুর!
মেঘগুলো সব দূর আকাশে
পারছে না ঠিক বুঝতে,
ঝরবে, নাকি যাবে উড়ে
অন্য কোথাও খুঁজতে!
থেকে থেকে তাই কি শুনি
বুক-কাপানো ডাক?
হাঁকটা যতই হোক না জবর
মধ্যে ফাঁকির ফাক!
আকাশ বাতাস আনমনা আজ
শুনে এ কোন ধ্বনি,
চিরনতুন হয়েও অচিন
এ কার আগমনী।
আগমনী লিরিক্স প্রেমেন্দ্র মিত্র (মহালয়া কবিতা)
Borsha kore jabo, jabo,
Sheet ekhono dur,
Eri moddhe mithe kintu
Hoyeche roddur!
Meghgulo sob dur akashe
Parche na thik bujhte,
Jhorbe, naki jabe ure
Onno kothao khujte
Theke theke tai ki shuni
Buk-kapano dak?
Haakta jotoi hok na jobor
Moddhe fakir fak!
Akash batash anmona aaj
Shune e kon dhoni,
Chironotun hoyeo ochin
E kar agomoni…