Hature Kobita Lyrics (Sukumar Ray) | হাতুড়ে কবিতা [PDF]

Sukumar Ray is a Bengali poet mostly known for his writing for children. Hature Bengali Poem was written by Sukumar Ray. Read the lyrics of one of the popular Bangla Kobita ‘হাতুড়ে’ by Sukumar Ray.
Poem (কবিতা) | Hature (হাতুড়ে) |
Poet (কবি) | Sukumar Ray (সুকুমার রায়) |
- সুকুমার রায় জীবনী
- ছায়াবাজী কবিতা লিরিক্স
- আবোল তাবোল কবিতা লিরিক্স
- বুড়ীর বাড়ী কবিতা লিরিক্স
- কুমড়োপটাশ কবিতা লিরিক্স
Hature Poem Lyrics In Bengali
একবার দেখে যাও ডাক্তারি কেরামৎ —
কাটা ছেঁড়া ভাঙা চেরা চট্পট্ মেরামৎ ৷
কয়েছেন গুরু মোর, “শোন শোন বৎস,
কাগজের রোগী কেটে আগে কর মক্স ৷”
উৎসাহে কি না হয় ? কি না হয় চেষ্টায় ?
অভ্যাসে চট্পট্ হাত পাকে শেষটায় ৷
খেটে খুটে জল হ’ল শরীরের রক্ত,
শিখে দেখি বিদ্যেটা নয় কিছু শক্ত ৷
কাটা ছেঁড়া ঠুক্ঠাক্, কত দেখ যন্ত্র,
ভেঙে চুরে জুড়ে দেই তারও জানি মন্ত্র ৷
চোখ বুজে চট্পট্ বড় বড় মূর্তি,
যত কাটি ঘ্যাঁস্ ঘ্যাঁস্ তত বাড়ে ফুর্তি ৷
ঠ্যাং–কাটা গলা–কাটা কত কাটা হস্ত,
শিরিষের আঠা দিয়ে জুড়ে দেই চোস্ত ৷
এইবারে বলি তাই, রোগী চাই জ্যান্ত—
ওরে ভোলা, গোটাছয় রোগী ধরে আন্ত !
গেঁটেবাতে ভুগে মরে ও পাড়ার নন্দী,
কিছুতেই সারাবে না এই তার ফন্দি—
একদিন এনে তারে এইখানে ভুলিয়ে,
গেঁটেবাত ঘেঁটে–ঘুঁটে সব দেব ঘুলিয়ে ৷
কার কানে কট্কট্ কার নাকে সর্দি,
এস, এস, ভয় কিসে ? আমি আছি বদ্যি ৷
শুয়ে কেরে ? ঠ্যাং–ভাঙা ? ধ’রে আন এখেনে,
স্ক্রুপ দিয়ে এঁটে দেব কি রকম দেখেনে ৷
গালফোলা কাঁদো কেন ? দাঁতে বুঝি বেদনা ?
এস, এস, ঠুকে দেই–আর মিছে কেঁদো না ৷
এই পাশে গোটা দুই, ওই পাশে তিনটে—
দাঁতগুলো টেনে দেখি—কোথা গেল চিমটে ?
ছেলে হও, বুড়ো হও, অন্ধ কি পঙ্গু,
মোর কাছে ভেদ নাই, কলেরা কি ডেঙ্গু—
কালাজ্বর, পালাজ্বর, পুরনো কি টাট্কা,
হাতুড়ির একঘায়ে একেবারে আট্কা !
Hature Sukumar Ray PDF Download
FAQs
Ans. সুকুমার রায় -এর
Ans. Quackish