Kumropotash Kobita Lyrics (Sukumar Ray) | কুমড়োপটাশ কবিতা [PDF]

Sukumar Ray is a Bengali poet mostly known for his writing for children. Kumropotash Bengali Poem was written by Sukumar Ray. Read the lyrics of one of the popular Bangla Kobita ‘কুমড়োপটাশ’ by Sukumar Ray.

Poem (কবিতা)Kumropotash (কুমড়োপটাশ)
Poet (কবি)Sukumar Ray (সুকুমার রায়)

Kumropotash Kobita Lyrics In Bengali

(যদি) কুম্‌ড়োপটাশ নাচে—
খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে ;
চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে ;
চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে ।

(যদি) কুম্‌ড়োপটাশ কাঁদে—
খবরদার ! খবরদার ! বসবে না কেউ ছাদে ;
উপুড় হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে,
বেহাগ সুরে গাইবে খালি ‘রাধে কৃষ্ণ রাধে !’

(যদি) কুম্‌ড়োপটাশ হাসে—
থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ;
ঝাপসা গলায় ফার্সি কবে নিশ্বাসে ফিস্‌ফাসে ;
তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে !

(যদি) কুম্‌ড়োপটাশ ছোটে—
সবাই যেন তড়বড়িয়ে জানালা বেয়ে ওঠে ;
হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে ;
ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে !

(যদি) কুম্‌ড়োপটাশ ডাকে—
সবাই যেন শ্যামলা এঁটে গামলা চড়ে থাকে ;
ছেঁচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে ;
শক্ত ইঁটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে ।

তুচ্ছ ভেবে এ–সব কথা করছ যারা হেলা,
কুম্‌ড়োপটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা ।
দেখবে তখন কোন্ কথাটি কেমন করে ফলে,
আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে ।

Kumropotash Sukumar Ray PDF Download

FAQs

Q1. কুমড়োপটাশ কবিতাটির লেখকের নাম কী?

Ans. সুকুমার রায়

Q2. কুমড়োপটাশ অর্থ কী?

Ans. কুমড়োর মতো গোলগাল কিন্তু নিরীহ কাল্পনিক প্রাণীবিশেষ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
close