বিজয়া দশমী নিয়ে কবিতা – দশমী (স্মরণজিৎ চক্রবর্তী) | Bijoya Dashami Kobita

Bijoya Dashami Kobita ‘Dashami’ was written by Smaranjit Chakraborty. It is a বিজয়া দশমী নিয়ে কবিতা also considered as a Short Bengali Poem on Durga Puja Bijoya Dashami.
কবিতা | দশমী |
কবি | স্মরণজিৎ চক্রবর্তী |
দশমী লিরিক্স – স্মরণজিৎ চক্রবর্তী কবিতা
আকাশ থেকে ঝরে পড়ছে
একলা কিছু চোখের জল
এই শহরে কাদের বাড়ি
কোন মানুষের আবাসস্থল
এত্তো ভীড়ে একলা কারা
ঘুম-বালিশে কীসের দাগ
স্বপ্ন-জোড়া অন্ধকারে
কোথায় হারাও সেই চিরাগ
হাসির নীচে লুকিয়ে ছিল
শীতল প্রাচীন হিম কুয়ো
তোমায় ভুলে বাঁচল কারা
চতুর্দিকে এই ব্যূহ
সামলে তুমি ফিরবে কোথায়
অন্ধকারে কার বাড়ি
মনের মধ্যে রাখছি ধরে
তাই কি তোমার হাত ছাড়ি
ভাবতে গিয়ে শরৎ ফুরোয়
মেরুন হয়ে আসল বন
তোমার সারা জীবন জুড়ে
চলছে দেবীর বিসর্জন।
May You Also Like: |
---|
5 Best Durga Puja Poems For Childrens |
10 Best Durga Puja Bengali Songs |
5 Durga Puja Poems by Tagore |
Bijoya Dashami Kobita Lyrics
Akash theke jhore porche
Ekla kichu chokher jol
Ei shohore kader bari
Kon manusher abassthol
Etto bhire ekla kara
Ghum-balishe kiser daag
Shopno-jora ondhokare
Kothao harao sei chirag
Hasir niche lukiye chilo
Shitol prachin him kuyo
Tomay bhule bachol kara
Choturdike ei buho
Samle tumi firbe kothay
Ondhokare kar bari
Moner modhhe rakhchi dhore
Tai ki tomar haat chari
Vabte giye shorot furoy
Merun hoye asol bon
Tomar sara jibon jure
Cholche debir bisorjon…