5 Best Durga Puja Chotoder Kobita (ছোটদের পুজোর কবিতা)

দুর্গা পূজা ছোটদের কবিতা, দুর্গা পুজোর বাচ্চাদের কবিতা [Durga Puja Poems For Children, Durga Puja Chotoder Kobita] (Durga Puja Children Poems in Bengali 2021, Durga Puja Bacchader Kobita)

দুর্গা পুজোর কয়টা দিন আমাদের কাছে যেমন এক খুশির দিন তেমনি ছোটদের কাছেও দিনগুলো বেশ মজার। পুজোর ছুটির জন্য তো অবশ্যই সঙ্গে পুজোর মণ্ডপে হই হুল্লোড় খাওয়া দাওয়া আরও কত কি।

তাই এরকম একটা শুভ সময়ে ছোটদের জন্য আমরা নিয়ে এসেছি 5 Best Durga Puja Poems For Childrens, যার কবিদের মধ্যে আছেন – Rabindranath Thakur, Bhabaniprasad Majumder, Prasenjit Majumder, Nirendranath Chakraborty এর মতো কবিগণ। যার মধ্যে আমরা ভবানীপ্রসাদ মজুমদারের দুটি কবিতা রেখেছি। তাহলে দেখে নেওয়া যাক Durga Puja Chotoder Kobita গুলো-

#1 Chotoder Puja

Chotoder Puja is a Bengali poem related to Durga Puja. Bangla Kobita Chotoder Puja was written by the Bengali poet Prasenjit Majumder. The poem was recited by Srinjoy.

Chotoder Puja Kobita Lyrics

মা যে আবার এসে গেল
বাজলো ঢাক ঢোল
তোরা সবাই তাড়াতাড়ি
বইখাতা তোল
কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী
এসেছে মামার বাড়ি
ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী
এই চারদিন তাই
বইয়ের সাথে করে দিলাম আড়ি
মা যদি থাকত তার রোজ ই বাপের বাড়ি
পড়াশুনা হত নাজি মজা হতো বাড়ি
দশমীর ঢাক বাজলে পরে
বুক করে দুরু দুরু
কাল থেকে যে করতে হবে
আবার পড়া শুরু।

5 Best Durga Puja Poems In Bengali

#2 Asur Pujo Kosur Khujo

Asur Pujo Kosur Khujo is a Bengali poem related to Durga Puja. Bangla Kobita Asur Pujo Kosur Khujo was written by the Bengali poet Bhabaniprasad Majumder. The poem was recited by many well-known Bengali artists such as Bratati Halder, Trishagni Mandal, and others.

Asur Pujo Kosur Khujo Kobita Lyrics

মহাদেব খুব গেলেন রেগেই
টিভির খবর শুনিয়া
মত্যে গিয়েই দুর্গাদেবীর
হয়েছে চিকুনগুনিয়া
টি. ভি. হেভেন চ্যানেল সেভেন
প্রাইম টাইম নিউজ
শুনেই শিবের চক্ষু চড়ক
মেজাজ হলো ফিউজ
সরস্বতীর হয়েছে ডেঙ্গু
লক্ষ্মীর ম্যালেরিয়া
গনেশ দাদা খান হিমশিম
একাই ওদের নিয়া
ডিস্কো থেকেই নেচে নেচেই
কোমরে ব্যাথা কেতোর
তাইতো এবার কেউ ঢোকেনি
ওরা প্যান্ডেলের ভিতর
অসুর একাই নিয়েছে সব
প্যান্ডেল করেই দখল
নানান পোজে দাড়িয়ে শুয়ে
সইছে দারুণ ধকল
হাসি-হাসি মুখ সুবিশাল বুক
দেহের মাসল ফুলিয়ে
কোমরে দুহাত করছে সে মাত
শরিয়ে দুলিয়ে দুলিয়ে
ভক্তরা সব তোলে কলরব
চেঁচায় ‘শুরু শুরু’
এবার থেকে তোমার পূজোই
করবো আমরা শুরু
গনশা, কেতো, লক্ষ্মী, সুরো, দূজ্ঞা দশভূজো
চাইনা ওদের
মত্যে এখন চলবে অসুরপূজো।

আগমনী নিয়ে কবিতা – স্ট্যাচু

#3 Pujor Sanai

Pujor Sanai is a Bengali poem related to Durga Puja. Bangla Kobita Pujor Sanai was written by the Bengali poet Rabindranath Tagore. The poem was recited by Tajrin Sultana.

Pujor Sanai Kobita Lyrics

সেদিন ভোরে দেখি উঠে
বৃষ্টিবাদল গেছে ছুটে
রোদ উঠেছে ঝিলমিলিয়ে
বাঁশের ডালে ডালে

ছুটির দিনে কেমন সুরে
পুজোর সানাই বাজছে দূরে
তিনটে শালিখ ঝগড়া করে
রান্নাঘরের চালে

শীতের বেলায় দুই পহরে
দূরে কাদের ছাদের পরে
ছোট্ট মেয়ে রোদদুরে দেয়
বেগনি রঙের শাড়ি

চেয়ে চেয়ে চুপ করে রই
তেপান্তরের পার বুঝি ঐ
মনে ভাবি ঐখানেতেই
আছে রাজার বাড়ি

থাকত যদি মেঘে ওড়া
পক্ষিরাজের বাচ্ছা ঘোড়া
তক্‌খুনি যে যেতেম তারে
লাগাম দিয়ে কষে

যেতে যেতে নদীর তীরে
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীরে
পথ শুধিয়ে নিতেম আমি
গাছের তলায় বসে…

5 Popular Durga Puja Kobita by Rabindranath Tagore

#4 Samne Pujo

Samne Pujo is a Bengali poem related to Durga Puja. Bangla Kobita Samne Pujo was written by the Bengali poet Nirendranath Chakraborty. The poem was recited by Trishagni Mandal.

Samne Pujo Kobita Lyrics

সকাল থেকেই আকাশ কালো
মেঘের গুরুগুরু
তাঁর মানে তো এক্ষুনি ফের
বৃষ্টি হবে শুরু
তা শুরু হোক কিন্তু সে যে
চলবে সকাল সাঁঝে
শুনতে হবে সারাটা দিন
জলতরঙ্গ বাজে
আজকে ছিল ফুটবলে দুই
পাড়ার ফাটাফাটি
কিন্তু এ যা কান্ড না হয়
সেই খেলাটাই মাটি
হয়তো হবে তাই বলে মন
খারাপ করতে হয়
সব কালো মেঘ উদাও হবে
একদিন নিশ্চয়
ঝাঁপ দিয়ে ঠিক পড়বে ঘাসে
সোনালি রোদ্দুর
বাজবে গোটা আকাশ জুড়ে
অন্যরকম সুর
সেই অপরূপ সময় এখন
আসছে গুটি গুটি
সঙ্গে নিয়ে ঢাকের বাজনা
এবং পুজোর ছুটি।

মহিষাসুরের মজার ছবি

#5 Shiv Durgar Darun Bipod

Shiv Durgar Darun Bipod is a Bengali poem related to Durga Puja. Bangla Kobita Shiv Durgar Darun Bipod was written by the Bengali poet Bhabaniprasad Majumder. The poem was recited by Riya Bhattacharya, Trishagni Mandal, and others.

Shiv Durgar Darun Bipod Kobita Lyrics

কৈলাসে আজ গলছে বরফ উষ্ণায়নের ফলে
দুর্গাদেবী মর্তে চলেন তাইতো সদলবলে
যে হারে রোজ গলছে বরফ যাচ্ছে খবর পাওয়া
এভাবে আর দু তিন মাসেই পুরো কৈলাস হাওয়া

চিন্তাতে তাই শিব দুর্গার ঘুম নেই দুচোখে
অবশেষে কোথায় যাবেন ভূলোকে-দ্যুলোকে
তাইতো এবার দুর্গাদেবী পুরো দলবল নিয়ে
ভাবেন সোজা হাজির হবেন কলকাতাতে গিয়ে

গনশা কেতো লক্ষ্মী সুরো থাকবে ওরা সাথে
দেবাদিদেব মহাদেবও রবেন ত্রিশূল হাতে
শিব থাকলেই নন্দী ভৃঙ্গী থাকবে সবার জানা
একটা শর্তে গিয়েই মত্যে অসভ্যতা মানা

হঠাৎ এসে বলেন হেসে ব্রহ্মা প্রজাপতি
উষ্ণায়নের ফলে কৈলাসের হবে না কোনই ক্ষতি
শুনেই স্বস্তি দেবদেবীদের কাটলো সবার ভয়
চেঁচিয়ে উঠেই বলল সবাই ‘জয় ব্রহ্মার হয়’।

দুর্গা পূজা নিয়ে কবিতা

Final Words

দুর্গা পূজার কবিতা গুলো পুজোর এই মরসুমের সাথে একদম পরিপূর্ণ। দুর্গা পূজার কবিতা গুলো শুধু ছোটরা নয় ছোট ও বড়ো উভয় ক্ষেত্রের মানুষই পড়তে পারেন। কবিতা গুলো ভালো লেগে থাকলে নীচে কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট ছেড়ে যান যাতে আমরা এরকমই আরও সুন্দর কবিতা ভবিষ্যতে উপহার দিতে পারি।

আমাদের ওয়েব সাইটে এরকমই আরও Bengali Durga Puja 2021 বিষয়ে পোষ্ট করা হবে। সেগুলো পেতে আমাদের ওয়েব সাইটটিকে বুকমার্ক করে রাখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
close