5 Best Kali Puja Poems In Bengali (কালী পূজার কবিতা)

কালী পূজার কবিতা, মা কালি পূজা নিয়ে কবিতা [Kali Puja Bengali Poem, Kali Puja Poems In Bengali] (Maa Kali Puja Poems 2021, Kali Puja Kobita Bangla)

যে পথ ধরে ফিরে গিয়েছিল উমা সে পথ ধরেই এবার ফিরে আসবে মা শ্যামা। আবার এক বছর পর আসবেন মা দুর্গা তবে এবার পাপের বিনাশ করতে আসছেন মা কালী।

তাই এই কালি পুজোয় আমরা নিয়ে এসেছি 5 Best Kali Puja Poems in Bengali, যার কবিদের মধ্যে আছেন Soumyakanti Chakraborty, Chitra Pramanik, Dipak Chandra Das, Arya Tirtha, Utpalkumar Dhara এর মতো সুপরিচিত কবিগণ। তাহলে দেখে নেওয়া যাক Kali Puja Bengali Poems গুলো-

#1 Maa Kali

মা কালী কবিতা আবৃতি

Maa Kali is a Bengali poem related to Kali Puja. Bangla Kobita Maa Kali was written by the Bengali poet Soumyokanti Chakraborty. The poem was recited by many well-known Bengali artists such as Bratati Haldar, Sima Das, Suparna, and others.

Maa Kali Kobita Lyrics

যার হাতে এই জগৎ আছে
তোকে দেখে সে বুক পেতেছে
ঐ সর্বনাশী নাচ দেখে শিব
থাকতে কি বল আর পেরেছে?

তোর গলায় দোলে মুণ্ডমালা
হাতে খড়্গ চুল খুলেছিস
তোর পদতলে স্বয়ং মহেশ
তাই কি লাজে জিব কেটেছিস?

তোর পদতলে স্বয়ং মহেশ
তাই কি লাজে জিব কেটেছিস?

দুর্গা পূজার কবিতা

#2 Dum Fotafot Shobde Shobdo Dushan Jobde

Dum Fotafot Shobde Shobdo Dushan Jobde is a Bengali poem related to Kali Puja. The poem was written by the Bengali poet Utpal Kumar Dhara. The poem was recited by Mou.

Kali Puja Poem Lyrics

দীপাবলির বইছে বাতাস
বারুদ পোড়ার গন্ধরে
আলোর এবং আতশবাজির
চলছে ভীষণ দন্দরে

হচ্ছে লড়াই পটকা বোমে
দুম ফটাফট শব্দ তাই
পর্দা কানের ফাটলো বুঝি
শব্দ দূষণ জব্দ তাই

জব্দ হলো সুপ্ত পাড়ার
গুপ্ত বাড়ির কেষটা পাল
বোম ফোটাতে গোপ পোরালো
দাঁত ওরালো শেষটা কাল

চড়কি ঘোরে উড়ান ওরে
ছুটছে রকেট আকাশ পার
ফুল ঝুড়ি আর তুবড়ি পোড়ে
হচ্ছে ধোঁয়ায় বাতাস ভাড়

জোর হাতে তাই বলছি শ্যামা
দিস করে মা রক্ষে আজ
কি হতে কি যাচ্ছে হয়ে
পুড়ছে যেন বক্ষে বাঁচ।

লক্ষ্মী পূজার কবিতা

#3 Kali Puja

কালীপুজো কবিতা আবৃতি

Kali Puja is a Bengali poem related to Bengali Festival Kali Puja. Bangla Kobita Kali Puja was written by the Bengali poet Arya Tirtha. The poem was recited by Riya Bhattacharya.

Kali Puja Kobita Lyrics

আজ সবাই মিলে একটা কালো মেয়ে কে মা বলে ডাকবে
উপোষ করবে অঞ্জলি দেবে বিভিদ উপাচারে নিবেদন করবে
অন্তরে বয়ে যাওয়া মনের বাসনা
মেয়ে হলে রং দিয়ো মা গো কাঁচা সোনা
সংসারে বধূ এলে ঘড়ে ও বাইরে সে যতই নিপুণ আঁকুক
দোহাই বর্ণ তাঁর কালো দিয়ো না

আজ সবাই মিলে এক নীরবসনা নারি কে ভক্তি ভরে দেখবে
ঠোঁটের কোণে লালা লুকিয়ে কেউ বাঁকা ভাবে বলবে না
মহিলার পোশাক ঠিক নেই ধর্ষিতা হলে পুরুষের নেই দায়
অবশ্য সাষ্টাঙ্গের পনিপা ছেড়ে মণ্ডপের বাইরে
অবহিত দৃষ্টিপাত জারি থেকে যায়
মানসিক স্ত্রিপ্তিজ এদেশে ভারি প্রিয় খেলা
তফাৎ হয়না মোটেই স্কার্ট বোরখায়

সকলে মিলে আজ এক রমণীকে স্তব করবে অসুরদলনী বলেই
তাঁর মূর্তির গায় ঝোলাবে মুণ্ড মালা সহস্র অত্যাচারীর
আর ঐ ঝিকিমিকি মালার ঠিক বাইরেই
মাতাল পুরুষের টোন কাটা থেকে বাচতে
মুখ নিচু করে পা দ্রুত চলবে হাজার নারীর
বাসে ট্রামে স্থানও দর্শকের ভীরে
অসুরেরা ইচ্ছে মত ছোবে কিশোরী শরীর

আজ সকলে মিলে শায়িত পুরুষ আকারের উপর
এক নারীর অদম্য গতির কাছে মাথা নত করবে
মন্ত্র উচ্চারণের রক্ষের ভিক্ষে চাইবে তাঁর থেকে
অথচ কয়েক রাজ্য দূরেই পুরুষ ভক্তরা ভগবান কে রক্ষা করছেন
রিতু মতি ছেকে অথচ এ দেশ ক্লান্ত হল
রক্ষক পুরুষের হাতে বার বার বালিকার ধর্ষণ দেখে

কত ফাঁপা আমাদের কালো মেয়ে আরাধনা
মনে মনে কমবেশি জানি প্রত্যেকেই।

#4 Maa Kali by Dipak Chandra Das

Maa Kali is a Bengali poem related to Kali Puja. Bangla Kobita Maa Kali was written by the Bengali poet Dipak Chandra Das.

Maa Kali Kobita Dipak Chandra Das Lyrics

সেই ছোট্ট থেকে
মিথ্যে কথা বলতে হলেই
বলেছি মা কালী

দিদু বলে
বয়াম ভরা নাড়ু ছিলো
খেয়েছে কে রে সব গুলো
আমি খাই নি
মা কালী

দাদু বলে
হায় হায় হায় রে
চশমা খানা ভাঙলো কে রে
আমি ভাঙি নি
মা কালী

মা বলে
রান্না ঘর শুকনো ছিলো
এত জল কে ঢাললো
আমি ঢালি নি
মা কালী

বাবা বলে
রেজার খানা কে নিলো
বাক্সতেই তো ছিলো
আমি নিই নি
মা কালী

দাদা বলে
বইয়ের পাতা ছিঁড়লো কে রে
একটু আগেই গেছি পড়ে
আমি ছিঁড়ি নি
মা কালী

এতো মিথ্যে বলে বলে
এবার সত্যি ক্লান্ত আমি
মা কালী

আমার বলা মিথ্যে গুলো
এবার ডিলিট করে ফেলো
মা কালী

এবার থেকে সত্যি বলবো
প্রমিস মা কালী।

#5 Shakti Rupeno Sansthita

শক্তিরূপেণ সংস্থিতা কবিতা আবৃতি

Shakti Rupeno Sansthita is a Bengali poem related to Kali Puja. Bangla Kobita Shakti Rupeno Sansthita was written by the Bengali poet Chitra Pramanik. The poem was recited by Bratati Haldar.

Shakti Rupeno Sansthita Kobita Lyrics

জাগো জাগো মা ত্রিশূলধারিনী কালী কপালিনী
জাগো মুণ্ডমালিনী পাপ-নাশিনী
আদ্যাশক্তি দশভূজা, চতুর্ভুজা কালী রূপিণী
বাজাও তোমার প্রলয় শঙ্খ বিকশিত হও পুনর্বার
শক্তিরূপিনী করালবদনী লয়ে তব হুঙ্কার
মিশে যাক যত অনাচার অবিচার
ঘুচে যাক সব অধর্মের ব্যাভিচার
টিকতে হলে বিবর্তনে অভিযোজন সার কথা
ভীম ভয়ঙ্করী মূর্তি রূপে মাতৃরূপে সংস্থিতা
তোর পদতলে মা স্বয়ং মহেশ
মোদের আর নারী বলে ভয় কোথা!
বিশ্ব জয়ের স্বপ্ন দেখে নারী হলো দশভূজা
কখনো তিনি বিদ্রোহিনী, কখনো সেজে বীরাঙ্গনা
সেবার মন্ত্রে কখনো তিনি বিশ্বজননী মাতৃরূপা
হাজার তারার আকাশ ছুঁয়ে
সে এক আলোকবর্তিকা শতরূপা
তবু মা এই হৃদয়ের বিচারশালায় কে সেই নিয়ন্ত্রক?
যার নিশানে মৃত্যু পরোয়ানা পাঠায় বিচারক
মা গো কার এ খেলা? কার এ ছলনা?
কার এ তমসা তাল-বাহানা?
ফাঁসির রজ্জু কণ্ঠে ঝোলায়, গুপ্ত কে সে ঘাতক?
টুঁটি টেপা যার দৌরাত্ম্য আজ রুদ্ধ মর্মলোক।।

Final Words

কবিতা গুলো কালী পূজার এই মরসুমের সাথে একদম পরিপূর্ণ। কালী পূজা নিয়ে কবিতা গুলো ছোটো ও বড়ো উভয় ক্ষেত্রের মানুষের জন্যই। কবিতা গুলো ভালো লেগে থাকলে নীচে একটি সুন্দর কমেন্ট ছেড়ে যান যাতে আমরা ভবিষ্যতে এরকমই আরও কবিতা উপহার দিতে পারি।

আমাদের ওয়েব সাইটে এরকমই আরও Bengali Kali Puja 2021 বিষয়ে পোষ্ট করা হবে। সেগুলো সবার প্রথমে পেতে আমাদের ওয়েব সাইটটিকে বুকমার্ক করে রাখুন। নতুন আপডেটস পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ!

Related Articles

One Comment

  1. ভালো লাগলো, একত্রে অনেক গুলো কবিতা পেয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
close