3 Best Lakshmi Puja Poems In Bengali (লক্ষ্মী পূজার কবিতা)

লক্ষ্মী পূজার কবিতা, কোজাগরী লক্ষ্মী পূজা নিয়ে কবিতা [Lakshmi Puja Bengali Poem, Laxmi Puja Poems In Bengali] (Lokkhi Puja Poems 2022, Laxmi Puja Kobita Bangla)

এই লক্ষ্মী পূজায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 3 Best Lakshmi Puja Poems in Bengali, যার কবিদের মধ্যে আছেন – Rabindranath Thakur, Srijato Bandopadhyay, Subodh Sarkar এর মতো সপরিচিত কবিগণ। তাহলে দেখে নেওয়া যাক Laxmi Puja Bengali Poems গুলো-

#1 Lokkhi

লক্ষ্মী কবিতা আবৃতি

Lokkhi is a Bengali poem related to Lakshmi Puja. Bangla Kobita Lokkhi was written by the Bengali poet Subodh Sarkar. The poem was recited by many well-known Bengali artists such as Priti Pandit, Smriti Chakraborty, and others.

Lokkhi Subodh Sarkar Kobita Lyrics

লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর
শরীরে তোর সদ্য বিয়ে দিঘির মতো দুচোখ তোর
দুচোখে তোর বরানগর দুচোখে তোর শ্বশুরবাড়ি
টিনের চাল মাটিতে শোয়া মাথার পাশে ভাতের হাড়ি
বাশি রুটি সঙ্গে নুন সঙ্গে ভাত একটুখানি তাতেই শুই

তুই তো বস্তি ঘড়ের রাজেন্দ্রাণী
কিন্তু যেটা বলার কথা
কে তোর বড় কোন ছেলেটা
বা হাত নেই গলায় চেন
কে দিলো তোর এই বিয়েটা

লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কোলকাতায়
তখনই জানি দুঃখ আছে তোর শিকরে তোর পাতায়
দুঃখ ছিল গ্রামেও তবু রাত ছিলনা নিশিত কালে
যে দুঃখটা ভারত জুরে সে দুঃখটা চালের ডালের

বছর যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি
বোম্বে গেলি ডুবাই গেলি এবং তুই ফিরেও এলি
লক্ষ্মী তুই ডুবাই বসে সরু চালের ভাত খেতি
উইস্কির বোতল গুলো ছিল যে তোর চোখের বিষ
শিখতে হলো সে বিষ খেতে বিষ না খেলে ছিল চাবুক

ক্যানিং থেকে ডুবাই এসেই শুকিয়ে গেলো দিঘির বুক
প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়ে ছিল অল্প দামে
বরানগর বোম্বে গোয়া ডুবাই এসে বিক্রি থামে
এখানে তোর বিক্রি শেষ জল শুকোলো তোর দিঘিতে

একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে
লোকটা কে রে লোকটা বুড়ো
লক্ষ্মী তুই ওকে চিনিস
ও তোর বড় ও তোর স্বামী
কোথায় যেন দেখেছিলিস বিয়ের রাতে একঝলক

বরানগরে দুএকবার কোথায় খেতো কোথায় শুতো
থেকে থেকেই যেতো বিহার
ধরেনি হাত ধরেনি বুক কখনও তোকে মারেনি চর
লোকটা কে রে আজ প্রথম ধরলো হাত তোর নিজের বড়
চুরি পরালো নতুন শাড়ি টিকিট কেটে বোম্বে মেল

মাটির ভাঁড় শেদ্ধ ডিম মেল চলেছে এলো বিকেল
বাড়ি ফিরেছে বাড়ির বউ রোমাঞ্চিত হাতের লোম
এ বাড়ি তোর আসল বাড়ি বাড়ির নাম লিলুয়া হোম
এখানে এসে পৃথিবী পেলি দেখতে পেলি দেবী নিয়তি
সন্ধ্যে হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী।

5 Best Durga Puja Poems In Bengali

#2 Maa Lokkhi

Maa Lokkhi is a Bengali poem related to Laxmi Puja. Bangla Kobita Lokkhi was written by the Bengali poet Rabindranath Thakur. The poem was recited by Mou.

Maa Lokkhi Kobita Lyrics

কার পানে মা চেয়ে আছ
মেলি দুটি করুণ আঁখি
কে ছিঁড়েছে ফুলের পাতা
কে ধরেছে বনের পাখি
কে কারে কী বলেছে গো
কার প্রাণে বেজেছে ব্যথা
করুণায় যে ভরে এল
দুখানি তোর আঁখির পাতা
খেলতে খেলতে মায়ের আমার
আর বুঝি হল না খেলা
ফুলের গুচ্ছ কোলে পড়ে
কেন মা এ হেলাফেলা

অনেক দুঃখ আছে হেথায়
এ জগৎ যে দুঃখে ভরা
তোমার দুটি আঁখির সুধায়
জুড়িয়ে গেল নিখিল ধরা
লক্ষ্মী আমায় বল্‌ দেখি মা
লুকিয়ে ছিলি কোন্‌ সাগরে
সহসা আজ কাহার পুণ্যে
উদয় হলি মোদের ঘরে
সঙ্গে করে নিয়ে এলি
হৃদয়-ভরা স্নেহের সুধা
হৃদয় ঢেলে মিটিয়ে যাবি
এ জগতের প্রেমের ক্ষুধা

থামো থামো ওর কাছেতে
কোয়ো না কেউ কঠোর কথা
করুণ আঁখির বালাই নিয়ে
কেউ কারে দিয়ো না ব্যথা
সইতে যদি না পারে ও
কেঁদে যদি চলে যায়
এ-ধরণীর পাষাণ-প্রাণে
ফুলের মতো ঝরে যায়
ও যে আমার শিশিরকণা
ও যে আমার সাঁঝের তারা
কবে এল কবে যাবে
এই ভয়তে হই রে সারা।

কোজাগরী লক্ষ্মী পূজার মন্ত্র [PDF]

#3 Kojagori

Kojagari is a Bengali poem related to Lokkhi Puja. Bangla Kobita Kojagori was written by the Bengali poet Srijato Bandopadhyay. The poem was recited by Banani Chakraborty.

Kojagori Kobita Lyrics

কে জাগবে আর তোমার জন্য
অন্ধকারে অন্তরালে
বাড়ন্ত এই জ্যোৎস্না তুমি
মিশিয়ে দাও মুঠোর চালে

কাশ না ফুটুক সবার ঘরে
ভাত যেন নিশ্চিন্তে ফোটে
সবার পাতে রোজ অন্তত
হাত রুটি আর সবজি জোটে

এ দেশ বহু মাইলব্যাপী
চাঁদের সুতোয় সেলাই করা
কাঁটাতারের রুপোজখম
বাঁটোয়ারার বসুন্ধরা

আজও কেবল অন্ন একা
স্থির করে দেয় যার নিয়তি
সে-দেশ তোমায় ছাড়বে না যে
হে লক্ষ্মী হে শস্যবতী

জঠর যেমন অনন্ত এক
অন্ধকারের সামনে দাঁড়ায়
এই মাটি সেই গর্ভে গড়া
এ রাত চলে খিদের পাড়ায়

কে জাগবে আর তোমার জন্য
ঘুমে সবাই গুমরে কাঁদে
বাড়ন্ত এই জ্যোৎস্না বরং
ভাগ করে দাও সবার ছাদে।

কোজাগরী লক্ষ্মীপূজা কবিতা লিরিক্স

Final Words

কবিতা গুলো লক্ষ্মী পূজার এই মরসুমের সাথে একদম পরিপূর্ণ। লক্ষ্মী পূজার কবিতা গুলো ছোটো ও বড়ো উভয় ক্ষেত্রের মানুষের জন্যই। কবিতা গুলো ভালো লেগে থাকলে নীচে একটি সুন্দর কমেন্ট ছেড়ে যান যাতে আমরা এরকমই আরও সুন্দর কবিতা ভবিষ্যতে উপহার দিতে পারি।

আমাদের ওয়েব সাইটে এরকমই আরও Bengali Lokkhi Puja 2022 বিষয়ে পোষ্ট করা হবে। সেগুলো সবার প্রথমে পেতে আমাদের ওয়েব সাইটটিকে বুকমার্ক করে রাখুন। নতুন আপডেটস পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ!

Related Articles

4 Comments

  1. খুব ভালো । দেবী লক্ষ্মীমায়ের ওপর এরকম আরও কিছু কবিতা পেতে চাই।

  2. মন ভরে গেলো
    অনেক অনেক ভালো কবিতা পড়লাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
close