Durga Puja 2021: Sreebhumi – Burj Khalifa, Budget, Opening Date, Address

প্রতিবারের মতই Sreebhumi Club এবারও 2021 সালে কলকাতা বাসিদের এক দারুন Durga Puja উপহার দিতে চলেছে। কলকাতার মানুষদের Burj Khalifa দেখতে আর দুবাই যেতে হবেনা কারণ এবারের Sreebhumi Durga Puja 2021 Theme ‘Burj Khalifa’
Sreebhumi Durga Puja Theme 2021
Sreebhumi Sporting Club সমগ্র কলকাতা অথবা সমগ্র বিশ্বে তাদের Durga Puja Theme এর জন্য সুপরিচিত। আর তাদের এবারের Theme হচ্ছে Dubai এর Burj Khalifa, যার তৈরির পেছনে আছেন স্বনাম ধন্য মণ্ডপ শিল্পী Sri Romio Hazra

Sreebhumi Burj Khalifa Height and Width
Height | 145 feet |
Width | 54 feet |
Sreebhumi Durga Puja Budget in 2021
অনেকের মনে প্রশ্ন এরকম এক দুর্দান্ত পূজা মণ্ডপ তৈরির পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়। আর আমরা জানি যে Sreebhumi Sporting Club প্রতিবারই Durga Puja Pandal তৈরির জন্য প্রচুর অর্থ ব্যয় করে। তবে এবারের ব্যপারটা একটু অন্যরকম হুবহু ডুবাইয়ের Burj Khalifa তৈরি করে ফেলেছে Sreebhumi যা কোনো সহজ কথা নয়।
যা দেখেই বোঝা যাচ্ছে এবারের Sreebhumi Durga Puja Budget অন্যবারের চেয়েও বেশি। তবে অফিসিয়ল ভাবে কোনো তথ্য সামনে আসেনি তাই আমরা সঠিক বাজেট সংখ্যায় তুলে ধরতে পারছি না।
Sreebhumi Durga Puja Opening Date and Time in 2021
Sreebhumi Sporting Club এর President Sri Sujit Bose কে এক ইন্টার্ভিউতে প্রশ্ন করা হয় Sreebhumi Burj Khalifa Opening Date and Time সম্পর্কে। তিনি এই প্রশ্নের উত্তরে বলেন- “এখনও পর্যন্ত উদ্বোধনের দিন ঠিক হয়নি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -কে প্রতিবারের মতো এবারও আবেদন জানিয়েছি। তাঁর সুবিধা মতো দিন দেখে আমরা এবারের Sreebhumi Durga Puja 2021 এর Date and Time জানিয়ে দেবো”।
আরো পড়ুন – Sreebhumi Vatican City Budget (Durga Puja 2022)
Sreebhumi Burj Khalifa Address in Google Maps
FAQs
Ans. Burj Khalifa
Ans. Sujit Bose