3 Best Bhai Phota Poems In Bengali (ভাই ফোঁটা কবিতা)

ভাই ফোঁটা কবিতা, শুভ ভাই ফোঁটার কবিতা [Bhai Phota Bengali Poem, Bhai Phonta Poems In Bengali] (Bhai Phota Kobita 2021, Vai Fota Kobita Bangla)
আগামি ৬ই নভেম্বর ভাই ফোঁটা। কালী পূজার এই শুভ সময়ে ভাই ফোঁটা পালন করা হবে। এই ভাই ফোঁটা উপলক্ষে আমরা নিয়ে এসেছি 3 Best Bhai Phota Poems in Bengali, যার কবিদের মধ্যে আছেন – Pratyusha Chowdhury, Uttam Chakraborty, Probir Roy এর মতো সুপরিচিত কবিগণ। তাহলে দেখে নেওয়া যাক ভাই ফোঁটার কবিতা গুলো-
#1 Bhai Er Kopale Dilam Phota
Bhai Er Kopale Dilam Phota is a Bengali poem related to Bhai Phonta. Bangla Kobita Bhai Er Kopale Dilam Phota was written by Uttam Chakraborty. The poem was recited by Aparna.
Bhai Er Kopale Dilam Phota Kobita Lyrics
দ্বিতীয়তে ভাইফোঁটা আজ
বোনের হাতটি ধরে
সন্ধ্যাবেলায় নিমন্ত্রনে
ভাইকে আদর করে
বোনে দেবে ভাইকে ফোঁটা
চন্দন কাজল দিয়ে
ধান দূর্বা ও আশীর্বাদে
ঘিয়ের প্রদীপ দিয়ে
দীর্ঘায়ুতে ভাই হোক আমার
শঙ্খ ধ্বনি দিয়ে
যম দুয়ারে পড়ুক কাঁটা
তেতো মুখ নিয়ে
প্রথায় আছে যমুনা দেয়
যমকে ফোঁটা
তাইতো বলি আমি দিই
আমার ভাইকে ফোঁটা
উপহার দেয় বোনকে ও ভাই
ভাই ও দেয় বোনকে
রান্না হবে ভালো খাবার
ভালোবেসে ভাইকে
দুহাত তুলে প্রার্থনা তাই
সৃষ্টিকর্তার কাছে
কল্যাণ আশিস বয়ে আসুক
ভাইয়ের জীবন সুখে।
#2 Bhai Fotar Rin
Bhai Fotar Rin is a Bengali poem related to Bhai Dooj. Bangla Kobita Bhai Fotar Rin was written by Probir Roy. The poem was recited by Kaustav Sanfui.
Bhai Fotar Rin Kobita Lyrics
ভাইয়ের কপালে ফোঁটা দেয় বোন
মৃত্যুকে হারাতে
ধূপ দীপ জ্বেলে উপোস করে
ভাত্রি আয়ু বৃদ্ধিতে
প্রতি ঘরে ঘরে ধুমের ঘটা
ফোটাতে স্নেহের মিলন ছটা
ভাই বোনের প্রেমের বন্ধন
আশিসে ফুল দূর্বা চন্দন
বোন উজারিল তাঁর সর্ব পুণ্য
স্বপ্ন পিশিল ভাইয়ের জন্য
উপকার কী দিয়েছি কিছু
বোনেদের আমরা জীবন পিছু
আজও পারিনি তাদের বাঁচাতে
আঘাতে লাচে রক্ষক হতে
বোনের পাওনা করেছি বঞ্চিত
উপহারে ঘর করেছি সঞ্চিত
আজও বোন নিজঘরে পরাধীন
ধর্ষণ শোষণ সবার অধীন
তবে কী ফোঁটা মিথ্যে লোভে
মাচি আমি বোন জলেতে ডোবে।
#3 Bhai Phota
Bhai Phota is a Bengali poem related to Bhai Dooj. Bangla Kobita Bhai Phota was written by Pratyusha Chowdhury. The poem was recited by Sharmistha Chatterjee.
Bhai Phota Kobita Lyrics
মেসেঞ্জার খুলতেই হাজারো শুভেচ্ছা বার্তার ভিড়ে
দৃষ্টি পরলো আঙ্গুল স্পর্শী আদর ছোঁয়া কয়েকটি লাইন
কেমন আছিস বোন? সব ঠিকঠাক তো?
মেয়েটি তার বুড়ো আঙুল তুলে সাই দিয়ে লিখলে
বেশ ক্লান্ত ফিরলাম সবে অফিস থেকে
আহারে বিশ্রাম নে অসময় কেন মুখ বইয়ে বল তো
মেয়েটি আবার বুড়ো আঙুল চেপে জানালে
হ্যাঁ নেব খন সদ্য স্নানে চুলগুলো ভিজে চুপচুপে
বিকেলের আলটুসে রোদ্দুরে মেলে দিলাম কিছুক্ষণ
তুমি কী কথা শেষ হতে না হতেই
আহা ছোট করে গুছিয়ে রাখিস তোর সুবিধে মতন
মেয়েটি দুচোখে ভালোবাসায় এঁকে বললে কেমন আছো তুমি
যত্ন নিচ্ছ শরীরের এককথায় ঝটপট উত্তর ভালো আছি
মেয়েটি বুঝল কত ভালো না থাকার কাহিনীগুলো ডালপালা মেলে
এক মুহূর্তে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে কি নিদারুন ব্যস্ততায়
ছলছল চোখে আহ্লাদে আটখানা হয়ে অবাক জিজ্ঞাসা
শোননা এই বোনটিকে আমার দেখার বড় সাধ হয়
আমতা আমতা করে বললে চিনতে পারবি আমায়
এক নিঃস্ব পাতা ঝড়া গাছ কঙ্কালসার দেহ শুষ্ক ত্বক
খোঁচা দাড়ি রৌদ্রে পুড়ে বাদামি হয়েছে ইদানিং গায়ের রং
মাঠের কাদা লেপটে আছে সারা দেহে
পারবি পারবি তুই চিনতে আমায়
মেয়েটি চিৎকার করে বললে পারবো বইকি
তুমি কি জানো না চোখ খুঁজে নেয় তার স্নেহের ঈশ্বর
এমন ছবি আঁকা কী খুব প্রয়োজন
এরপর কিছুক্ষনের বিরতি
নিস্তব্ধতা ভেঙে মেয়েটি লিখলে
আজ একটা নতুন চারা গাছ পুঁতবো
নাম দেবো ভাইফোঁটা
আমার রোজ মঙ্গলকামনায় সে একদিন ডালপালা মেলে
সবুজে সবুজ হয়ে উঠবে ভরে উঠবে ফুলে-ফলে কানায় কানায়।
Final Words
কবিতা গুলো ভাই ফোঁটার এই মরসুমের সাথে একদম পরিপূর্ণ। ভাই ফোঁটার কবিতা গুলো ছোটো ও বড়ো উভয় ক্ষেত্রের মানুষের জন্যই। কবিতা গুলো ভালো লেগে থাকলে নীচে একটি সুন্দর কমেন্ট ছেড়ে যান যাতে আমরা এরকমই আরও সুন্দর কবিতা ভবিষ্যতে উপহার দিতে পারি।
আমাদের ওয়েব সাইটে এরকমই আরও Bengali Kali Puja 2021 বিষয়ে পোষ্ট করা হবে। সেগুলো সবার প্রথমে পেতে আমাদের ওয়েব সাইটটিকে বুকমার্ক করে রাখুন। নতুন আপডেটস পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ!
Very nice poems.