১০টি শীতকাল নিয়ে উক্তি বা কিছু কথা | 10 Winter Quotes in Bengali

শীতকাল নিয়ে কিছু কথা, উক্তি, শীত নিয়ে লেখা [10 Winter Season Quotes in Bengali, Some Lines on Winter in Bangla] (শীতের সকাল, রাত, বিকাল, আগমন, পিঠা, রোমান্টিক, রোদ, প্রকৃতি, মজার উক্তি)

শীতকাল কেনো আমার প্রিয় ঋতু। এই উক্তির উপর আমরা নিয়ে এসেছি ১০টি শীতকাল নিয়ে লেখা। যেগুলো বড় বা ছোট সবার কাজে লাগতে পারে। ক্লাস 1, 2, 3, 4, 5, 6 আপনি যেই ক্লাসেই পড়ে থাকেন বা ছাত্রদের পড়ান। শীতকাল নিয়ে উক্তি গুলো আপনার অবশ্যই কাজে দেবে।

১) পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল।

২) শীতকালে আকাশ মেঘমুক্ত থাকে, উত্তর দিক থেকে কনকনে ঠাণ্ডা হাওয়া বয়।

৩) শীতকালে দিনগুলি ছোট ও রাত লম্বা হয়।

৪) এইসময় ভোরবেলা ঘাসের আগায় শিশির বিন্দু মুক্তোর মত ঝলমল করে।

৫) শীতের মরসুমে চাষিরা মাঠ থেকে নতুন ধান কেটে নিয়ে যায়।

৬) পৌষের নতুন ধানে নবান্ন উৎসব পালিত হয়।

৭) চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, বিভিন্ন ফুল ও বাজারে নতুন নতুন শাক-সবজি ও ফল পাওয়া যায়।

৮) এই সময় সরস্বতী পূজা ও বড়দিন অনুষ্ঠিত হয়।

৯) ছোট বড় সবাই শীতের রঙিন পোশাক পরে নানা জায়গায় বেড়াতে যায়।

১০) তাই বছরের অন্যান্য ঋতুর চেয়ে শীত আমার প্রিয়।

শীতকাল নিয়ে কবিতা

শীতকাল নিয়ে উক্তি গুলো ভালো লেগে থাকলে নিচে কমেন্ট বক্সে একটি সুন্দর মেসেজ ছেড়ে জান।

এরকম আরও শীতকাল নিয়ে কিছু বাস্তব কথা পড়ার জন্য আমাদের ওয়েব সাইট টি এক্ষুনি বুকমার্ক করে রাখুন। আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
close