Kaanch Bhangaar Gaan Lyrics (Rudrabinar Obhishap)

Kaanch Bhangaar Gaan song is from the Bengali web series ‘Rudrabinar Obhishap‘ directed by Joydeep Mukherjee. Knaach Bhangaar Gaan song lyrics were written by Srijato and the music was composed by Joy Sarkar. The song is sung by Shovan Ganguly and Jimut Roy.
Song | Kaanch Bhangaar Gaan |
Web Series | Rudrabinar Obhishaap |
Singer | Shovan Ganguly, Jimut Roy |
Lyricist | Srijato |
Composer | Joy Sarkar |
Label | SVF Music |
Kaanch Bhangaar Gaan Song Lyrics in Bengali
দেখো চেয়ে ভালোবাসা গেল ভাসান
মিশে গেলো নতুন মনের কিনারায়
এ ব্যথাতে নরম হয়ে যাবে পাষাণ
এ বিরহে সুজন খুঁজে পাবে সায়
শাখে শাখে পাখি ডাকে মনে পড়ে কেন তাকে
সুরে সুরে দূরে দূরে ঘুরে আসে মন
যত তারা আছে রাতে আলো হবে সে প্রভাতে
ভালোবাসা নিভে গেলে কি হবে তখন
ফুটাবে পরকে হাওয়ায়
দেখো চেয়ে ভালোবাসা গেল ভাসান
মিশে গেলো নতুন মনের কিনারায়
এ ব্যথাতে নরম হয়ে যাবে পাষাণ
এ বিরহে সুজন খুঁজে পাবে সায়
স্বপ্নে যে আসেনা রং ভালোবাসে না
তার জন্য অন্য রঙের সাজবে মন
হৃদয় নদীর দুকুল ভুল ভেঙে ফুটবে ফুল
সেই গন্ধে উঠবে ভরে কুঞ্জ বন
মনের আগুন জ্বলবে দারুন
তাতে পুড়তে পুড়তে এক মুহুর্তে
জোরতে জোরতে স্বপ্ন উড়তে চায়…