5 Best Republic Day Poems In Bengali (২৬ শে জানুয়ারি কবিতা)

২৬ শে জানুয়ারি কবিতা, প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কবিতা, প্রজাতন্ত্র দিবস নিয়ে কবিতা, PDF [26 January Poems In Bengali, Republic Day Bengali Poems] (Republic Day Bangla Kobita, Republic Day Poems In Bengali)
এই বছর 2022 সালের 26 January ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটিকে আরও সুন্দর করে তুলতে আমরা নিয়ে এসেছি 5 Best Republic Day Poems In Bengali, যার কবিদের মধ্যে আছেন – Rabindranath Tagore, Subho Dasgupta, Nirendranath Chakraborty, Satyendranath Dutta, Dipak Kumar Bera -এর মতো সুপরিচিত কবিগণ। তাহলে দেখে নেওয়া যাক ২৬ শে জানুয়ারি কবিতা গুলো-
#1 Manchitro
Manchitro is a Bengali poem related to the Republic Day of India. Bangla Kobita Manchitra was written by the Bengali poet Nirendranath Chakraborty. The poem was recited by Bratati Haldar.
Manchitro Kobita Lyrics
একদিন যাকে তছনছ করে দেওয়া হয়েছিল,
ছেঁড়া ফাটা সেই মানচিত্রগুলিকে
এখন আবার
একটু-একটু করে জোড়া লাগানো হচ্ছে।
উঠে যাচ্ছে কাঁটাতারের বেড়া,
ধরে পড়ছে দেওয়াল
তার ইটের টুকরো এখন
কিউরিও-শপে সওদা করা যায়।
চেকপোস্টের খুপরি-ঘরে ঝাঁপ ফেলে দিয়ে
উর্দি-পরা লোকজনেরা
অনেক আগেই যে যার বাড়ি চলে গেছে।
একদিন যা সীমান্ত বলে চিহ্নিত ছিল, সেখানে কোনও
রক্তচক্ষু এখন আর দপদপ করে না।
কোথাও কোনো বাধা নেই।
মানুষগুলি ইচ্ছেমতো এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর
ওদিক থেকে আসছে এদিকে।
তারা জেনে গেছে যে,
মানচিত্রকে ভেঙে ফেলার খেলা আর কেউ
জমাতে পারবে না। যা
ভাঙা হয়েছিল, নতুন করে এখন আবার তাকে
জোড়া লাগাবার দিন।
#2 Jonmobhumi
Jonmobhumi is a Bengali poem related to the Republic Day of India. Bangla Kobita Jonmobhumi was written by the Bengali poet Rabindranath Tagore. The poem was recited by Bratati Haldar.
Jonmobhumi Kobita Lyrics
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥
জানি নে তোর ধনরতন
আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥
কোন্ বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে॥
আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে॥
#3 Amra
Amra is a Bengali poem related to the Republic Day of India. Bangla Kobita Amra was written by the Bengali poet Subho Dasgupta. The poem was recited by Bratati Haldar.
Amra Kobita Lyrics Subho Dasgupta
ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে
আমার ছেলে ডাক্তার হবে।
আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেনপক্ষে
সরকারী অফিসার।
ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে,
আমার ছেলে দেশ চালাবে,
দেশ শাসন করবে।
গাড়ি চাপবে। সামনে ড্রাইভার,
পিছনে চাপরাশি, আর্দালি। গরমে কুলু মানালি, শীতে কোবালাম বীচ।
ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে।
দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা —
আমার ছেলে ঘাড় গুঁজে ক্যারিয়ার বানাবে ,
বিজ্ঞান শিখবে। অঙ্ক শিখবে। কবিতা শিখবে।
বড় বড় মনীষীদের জীবনী পড়বে।
দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পাড়ার ওরা।
আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা
সুদে-আসলে উসুল করবে।
নেতাজী সুভাষ হয়ে, দুরন্ত দুঃসাহসে
ঘর ছাড়বে অন্য কেউ।
আমার ছেলে নেতাজীর জীবনী লিখে
এ্যাওয়ার্ড পাবে।
ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে।
আমরা তামাকে এবং দুধে, রসে এবং বশে
সুখে এবং আরামে দিন কাটাবো।
দেশের মুক্তি, প্রাণের মূল্যে কিনে আনবে
অন্য কেউ।
আমরা মুক্ত স্বদেশে —–
ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কন্ঠে
গণসঙ্গীত গাইবো।
#4 Projatontrer Proja
Projatontrer Proja is a Bengali poem related to the Republic Day of India. Bangla Kobita Projatontrer Proja was written by the Bengali poet Dipak Kumar Bera. The poem was recited by Marcy Mazumder.
Projatontrer Proja Poem Lyrics
বহু কষ্টে অর্জিত
সাধের একটা দিন
একটা মুক্তির দিন –
26-শে জানুয়ারি,
সাধারণতন্ত্র দিবস,
“প্রজাতন্ত্র দিবস”।
ফুল, মালা আর পতাকা নিয়ে
ছেলেবেলায় করেছি প্রভাতফেরি।
মেঠো পথ হয়েছে সরগরম
আকাশ বাতাস মুখরিত মন্ত্র
বন্দেমাতরম,…বন্দেমাতরম।
মাঠ ঘাট পথ ছেড়ে আজ, প্রজাতন্ত্র!
তুমি রাজধানী দিল্লির রাজপথে
বিশাল “ইন্ডিয়া গেট” শোভিত
সুসজ্জিত ঐ প্রসস্ত সরণিতে।
মাঠ ঘাট পথ ছেড়ে আজ প্রজাতন্ত্র
তুমি রাজধানী দিল্লির রাজপথে
বিশাল ইন্ডিয়া গেট শোভিত
সুসজ্জিত ওই প্রশস্ত সরণিতে ।
একদিকে দেখি কুচকাওয়াজরত
সামরিক – আধাসামরিক বাহিনী
রাজপথে বার্ষিক চলমান প্রদর্শনী ।
অন্যদিকে, রাজ্য থেকে আগত
সাংস্কৃতিক আলেখ্য, লোককৃষ্টি।
হে প্রজাতন্ত্র!… তোমাকে নিয়ে
কী রংবাহারি অপরূপ সৃষ্টি!
একদিকে দেখি, কুচকাওয়াজরত
সামরিক, আধা-সামরিক বাহিনী,
রাজপথে বার্ষিক চলমান প্রদর্শনী,
রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রার প্রদর্শনী।
আমাদের দেশ ভারতবর্ষ বুদ্ধিমান
একই সঙ্গে শক্তিমান, সংস্কৃতিমান।
বাইরে আমরা বজ্রের মতো কঠিন
ভেতরে কুসুমের মতো কোমল মনটা,
আহা! কী অর্থবহ!… এই দ্বৈত সত্তা।
“প্রজাতন্ত্র দিবস” এর রাজকীয় প্রদর্শনী,
রাষ্ট্রের মহিমা প্রচারের কী নিপুণ প্রদর্শনী!
সাঁজোয়া গাড়ি এগিয়ে চলে…
এগিয়ে চলে… এগিয়ে চলে
দুশমনকে খতম করবে বলে!
আমরা অবাক বিস্ময় নিয়ে
সেইসব সুসজ্জিত ট্যাবলো দেখি,
আর হাততালি দিই,……
আর, দাসখত লিখে দিই!
“প্রজাতন্ত্র দিবস” এর সোনালী সকালে
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র,
ভারতবর্ষের… আমরা নাগরিকরা,
কী অদ্ভুত ভাবে,…কী সুনিপুনভাবে,
কতো অবলীলায়,… কেমন ভাবে যেন
সত্যিকারের “বাধ্য প্রজা” হয়ে যাই!!
#5 Desher Mati
Desher Mati is a Bengali poem related to the Republic Day of India. Bangla Kobita Desher Mati was written by the Bengali poet Satyendranath Dutta. The poem was recited by Bratati Haldar.
Desher Mati Kobita Lyrics
মধুর চেয়েও আছে মধুর
সে এই আমার দেশের মাটি,
আমার দেশের পথের ধুলা
খাঁটি সােনার চাইতে খাঁটি।
চন্দনেরি গন্ধে ভরা,
শীতল করা, ক্লান্তি-হরা,
যেখানে তার অঙ্গ রাখি
সেখানটিতেই শীতল-পাটি।
শিয়রে তার সূর্য এসে
সােনার কাঠি ছোঁয়ায় হেসে,
নিদ্-মহলের জ্যোৎস্না নিতি
বুলায় পায়ে বূপার কাঠি!
নাগের বাঘের পাহারাতে
হচ্ছে বদল দিনে রাতে,
পাহাড় তারে আড়াল করে,
সাগর সে তার ধােয়ায় পাটি।
মউল ফুলের মাল্য মাথায়
লীলা কমল গন্ধে মাতায়,
পায়জোরে তার লবঙগ ফুল
অঙ্গে বকুল আর দোপাটি।
নারিকেলের গােপন কোশে
অন্নপানি জোগায় গাে সে,
কোল ভরা তার কনক ধানে
আটটি শিষে বাঁধা আঁটি।
সে যে গাে নীল-পদ্ম-আঁখি
সেই তাে রে নীলকণ্ঠ পাখি,
মুক্তি-সুখের বার্তা আনে
ঘুচায় প্রাণের কান্নাকাটি।
Final Words
কবিতা গুলো প্রজাতন্ত্র দিবসে পাঠ করলে আলাদা একটা অনুভূতি দেয়। ২৬ শে জানুয়ারি কবিতা গুলো ছোটো ও বড়ো উভয় ক্ষেত্রের মানুষের জন্যই। কবিতা গুলো ভালো লেগে থাকলে সুন্দর নীচে একটি কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট ছেড়ে যান যাতে আমরা এরকমই আরও সুন্দর কবিতা ভবিষ্যতে উপহার দিতে পারি।
আমাদের ওয়েব সাইটে এরকমই আরও 26 January Republic Day বিষয়ে পোষ্ট করা হবে। সেগুলো পেতে আমাদের ওয়েব সাইটটিকে বুকমার্ক করে রাখুন। পরবর্তীতে আরও Republic Day in Bengali নিয়ে কী পোষ্ট করা হবে সেগুলোর আপডেটস পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ!