Durga Puja 2022: Sreebhumi Vatican City – Budget, Theme, Opening Date, Address

Last year Sreebhumi Sporting Club’s Durga Puja sets a huge record with their pandal theme ‘Burj Khalifa’. Again this year they are going to break that record with this year’s theme.
Sreebhumi Durga Puja Theme 2022
গত বছরের শ্রীভূমির Burj Khalifa কলকাতার গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্ব থেকে সুনাম অর্জন করেছে। আর এই বছরও 2022 সালে শ্রীভূমি এক creative theme বানাচ্ছে। যা আগে কখনও সারা ভারতে হয়নি। যার নাম ভ্যাটিক্যান সিটি (Rome’s Vatican City) গতবারের মত এবারো Sreebhumi Sporting Club এক নতুন রেকর্ড তৈরি করতে চলেছে।

Sreebhumi Vatican City Height & Width in Feet
এক ক্লাব সদস্যের সঙ্গে সাক্ষাৎকারে প্রশ্ন ওঠে এবারের শ্রীভূমি ভ্যাটিক্যান সিটির উচ্চতা কীরকম হবে। এর উত্তরে তিনি বলেন 80 feet সম্ভবত। আমরাও সেই কথাতেই আপনাদের সাথে এই তথ্যটি শেয়ার করছি।
Sreebhumi Vatican City Height | 80 feet |
Sreebhumi Vatican City Width | 50 feet |
Sreebhumi Durga Puja Budget in 2022 (Vatican City)

অনেকের মনে প্রশ্ন এরকম এক দুর্দান্ত পূজা মণ্ডপ তৈরির পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়। আর আমরা জানি যে Sreebhumi Sporting Club প্রতিবারই Durga Puja Pandal তৈরির জন্য প্রচুর অর্থ ব্যয় করে। তবে এবারের ব্যপারটা একটু অন্যরকম হুবহু রোমের Vatican City প্যান্ডেল তৈরি করা চারটে খানি কথা নয় এর জন্য প্রয়োজন প্রচুর অর্থের।
আর শ্রীভূমি ভ্যাটিক্যান সিটি প্যান্ডেল দেখে বোঝাই যাচ্ছে এবারের Sreebhumi Durga Puja Budget অন্যবারের চেয়েও বেশি। তবে যেহেতু অফিসিয়ল ভাবে টাকার সংখ্যার ওপর কোন মন্তব্য আসেনি তাই আমরা এখুনি বলতে পারছিনা অর্থের সংখ্যাটা। তবে খুব শীঘ্রই 2022 এর শ্রীভূমি দুর্গা পূজার বাজেট সামনে আসবে।
Sreebhumi Durga Puja Opening Date & Time in 2022
Sreebhumi Durga Puja Vatican City Pandal opening date is yet to be announced. Because the pandal theme is not completed yet, people are working on it day and night.
Sreebhumi Vatican City Address in Google Maps
আরো পড়ুন – Sreebhumi Burj Khalifa Budget
FAQs
Ans. Vatican City
Ans. 80-ft tall