Ganesh Chaturthi Mantra Bengali | গণেশ পূজার মন্ত্র (PDF)
গণেশ পূজার মন্ত্র, পাঠ, লিরিক্স, জপ, জানতে চাই, শুনবো বাংলা, গণেশ চতুর্থী মন্ত্র PDF [Ganesh Chaturthi Mantra Bengali, Ganesh Puja Mantra Lyrics in Bengali] (Ganesh Puja Bengali Mantra PDF Download, Ganesh Mantra in Bangla Lyrics)
যেকোনো পূজা দিতে গেলেই বিশেষ কিছু মন্ত্রের প্রয়জন হয়। তেমনি গণেশ পুজো দেওয়ার সময় গণেশ চতুর্থী পূজার মন্ত্র পাঠ করা হয়। তাই এই গণেশ পূজায় আমরা নিয়ে এসেছি Ganesh Chaturthi Mantra Bengali PDF সহ। তাহলে দেখে নেওয়া যাক গণেশ পূজার মন্ত্র লিরিক্স সম্পূর্ণ বাংলায়-

Ganesh Chaturthi Mantra Lyrics In Bengali
একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।
Ganesh Puja Dhyan Mantra In Bengali
ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং
প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগণ্ডস্থলম্।
দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং,
বন্দেশৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্।।
Ganesh Chaturthi Bandana In Bengali
বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন।
নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন।।
সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে।
অগ্রেতে তোমার পূজা করিনু যতনে।।
নমো নমো লম্বোদর নমঃ গণপতি।
মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী।।
সর্বদেব গণনায় অগ্রে যার স্থান।
বিধি-বিষ্ণু মহেশ্বর আর দেবগণ।।
ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ।
বেদমাতা সরস্বতীর লইনু শরণ।।
মন্ত্রঃ – ওঁ গাং গণেশায় নমঃ।
ওপরের দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে উপলব্ধ বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে তাই মন্ত্রে যদি কোন ভুলত্রুটি থেকে থাকে আমরা তাঁর জন্য ক্ষমা চাইছি। আপনি সেই ভুলটি ধরিয়ে দেন আমরা সেটা ঠিক করে দেবো। ধন্যবাদ।।
Download PDF
আমাদের ওয়েব সাইটে এরকমই রোজ নতুন Ganesh Chaturthi 2022 বিষয়ে পোষ্ট করা হবে। সেগুলো সবার প্রথমে পেতে আমাদের ওয়েব সাইটটিকে বুকমার্ক করে রাখুন। পরবর্তী পোষ্টের আপডেটস পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকুন।