আমি শিক্ষক কবিতা লিরিক্স PDF – সাননিন হানিফ
Ami Shikkhok (আমি শিক্ষক) is a Bengali poem dedicated to Teachers. The poem was written by Sannin Hanif, recited by Rahim Azimul. Check out complete lyrics of Ami Shikkhok Kobita also download the PDF version.

আমি শিক্ষক
আমি শিক্ষক
আমি রক্ষক মর্যাদার।
আমি নতুনের কেতন উড়ানো
বাঁশির সুর,
আমি নব পল্লবের উর্বরতা
সুমধুর।
আমি সৃষ্টি করি।
রোধ করি বিনাশ,
আমি শিক্ষক, গান করি তারুন্যের।
আমি চারা গাছ রোপন করি।
যেন সৃষ্টির নিবাস।
আমি অভিনেতা।
চিন্তিত আমি সভ্যতায় সুদূর,
আমি মুছে দেসি শত গ্লানি,
আমি কোমল করে হাসি
সমান করি পথ,
যেথা বন্ধুর।।
আমি নতুনের অসীম আকাশ
পুরাতনের নির্যাস
আমি বন্ধুবর সবার।
হাতে আমার আলোর মশাল,
সত্যের পথচারী আমি,
সকলের বিশ্বাস।।
শুধু উপদেশে নই আমি।
বাস্তবতায় নিবিড়।
স্নেহে আমি, আমি মমতায়।
শৃঙ্খলা বোধে আমি-
পীড়িতদের পাশে দাঁড়াই উঁচু করে শির।
আমি কঠোর বজ্রসম
কোমল সত্য চিত্তে।
শতদলে বেঁধেছি যে ঘর,
ছায়া সুনিবিড়।
লক্ষ আলোর মাঝে,
আমি শিক্ষক
এক আলোময় বীর।।
Download PDF
আমাদের ওয়েবসাইটে এরকম আরো 5th September Teachers Day এর ওপর ভিত্তি করে কবিতা, রচনা, বক্তব্য, ছবি ও স্ট্যাটাস পোস্ট করা হবে। সেগুলো পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন। অথবা গুগলে গিয়ে সার্চ করবেন “Banglaalyrics” ধন্যবাদ!