Durga Puja 2022: মহা নবমীর অঞ্জলি মন্ত্র | Maha Nabami Anjali Mantra (PDF)
মহা নবমীর অঞ্জলি মন্ত্র, দুর্গা পূজা নবমী প্রণাম মন্ত্র লিরিক্স, ডাউনলোড পিডিএফ [Maha Nabami Anjali Mantra Lyrics, Durga Puja Nabami Mantra In Bengali PDF] (Maha Nabami Pranam Mantra Lyrics, Durga Puja Maha Nabami Anjali Mantra)

১) কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে | ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তু তে ||
২) লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে | মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তু তে ||
৩) কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি | বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তু তে ||
■ এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||
■ প্রণাম মন্ত্রঃ সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে | ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে ||

[ওপরের দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে উপলব্ধ বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে তাই মন্ত্রে যদি কোন ভুলত্রুটি থেকে থাকে আমরা তাঁর জন্য ক্ষমা চাইছি। আপনি সেই ভুলটি ধরিয়ে দেন আমরা সেটা ঠিক করে দেবো। ধন্যবাদ।।]
আরো দেখুন – মহা অষ্টমীর অঞ্জলি মন্ত্র
মন্ত্রটি ভালো মতো বোঝার জন্য আপনি নীচে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন।
আমাদের ওয়েবসাইটে এরকম আরো Durga Puja 2022 এর ওপর ভিত্তি করে মন্ত্র, ছবি, স্ট্যাটাস, কবিতা, ইত্যাদি পোস্ট করা হবে। সেগুলো সবার প্রথমে পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন। অথবা গুগলে গিয়ে সার্চ করবেন “Banglaalyrics” ধন্যবাদ!