Zee Bangla: Mithai Serial Latest Updates (মিঠাই সিরিয়াল)

মিঠাই (Updates)

নতুন বছরটা মিঠাই দর্শকের কাছে খুব একটা ভালো যাচ্ছেনা ধারাবাহিকে জমজমাট পর্ব থাকছে সিড মিঠাইয়ের মিষ্টি মুহূর্ত।

কিন্তু তবুও একের পর এক দুঃসংবাদ ঠিকই চলে আসছে মিঠাই ধারাবাহিকে এইতো কদিন আগেই জানা গিয়েছিল জেদ পরিবারের প্রধান সদস্য দাদাই এই জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী কোভিড পজিটিভ হয়েছেন।

তাই ধারাবাহিকে তাকে কয়েক দিন দেখা যাবে না সেই খবরে ভেঙে পড়েছিল মিঠাই প্রেমীরা। এইবার আরও একটি খারাপ খবর কোভিদ পজেটিভ হয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা দেব প্রতিম দাস গুপ্ত।

সম্প্রতি বিছানায় শুয়ে কিছুটা ব্যঙ্গ করে জানিয়েছেন তার কথা তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এখন অনেকটা ভালো আছেন তবে তার এমন ছবি দেখে অনেকেই চিন্তায় পড়ে যায় যাই হোক আমরা আশা করব অভিনেতা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

close